পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় । ১৫১ নিৰ্ম্মাণের -י-פשי বর্তমান কীৰ্ত্তি |a", কায় বার নিতি।। নকুলেশ্বরের মঠ মন্দির > brt8 পঞ্জাব প্রদেশীয় ব্যবসায়ী তারাসিংহ । পুরীর চতুষ্পার্শস্থ গমনা গমনের পথ . | ১৮৭৮ | গড়িয়া নিবাসী গোবিন্দ সাধু খাঁ ও কলিকাতা যোড়াসাঁকে নিবাসী রামচন্দ্ব পাল এবং পরে ছাপরা নিবাসী গোবৰ্দ্ধনদাস আগরওয়াল। গুমিরায়ের দোলমঞ্চ . . ১৮৫৮ সাঙ্গনগর নিবাসী মদন কলে । অবশিষ্ট ভোগঘর ১৮৭৮ । ছাপরা নিবাসী গোবৰ্দ্ধন দাস আগরওয়াল । গঙ্গার ঘাট হইতে কালীর মন্দির পর্যান্ত গমনাগমনের পথ -- ১৮৭৮ | যোড়াসাঁকে নিবাসী রামচন্দ্র পাল ও গোবৰ্দ্ধন দাস আগরওয়াল । শ্বশানের ঘাট, বিশ্রাম ঘর ও যাতায়াতের পথ । ১৮৭৯ | কালীর সেবাইত ৮ গঙ্গণনারায়ণ হালদারের বনিতা, বিশ্বময়ী দেবী (৬প্রাণকৃষ্ণ হালদারের জননী । ) •শাশানের বড় বিশ্রাম | ১৮৮০ হাইকেটের ভূতপূর্ব বেঞ্চক্লার্ক ঘর ও শিব মন্দির ... বরিশাল নিবাসী জীযুক্ত বাৰু }* শশিভূষণ বসু। কালীর মন্দিরের বায়ু কোণে মনসী-তলা প্রস্তর দিয়া নিৰ্ম্মাণ ... | ১৮৮• | বেহালা নস্করপুর নিবাসী গোবিন্দ চন্দ্র দাস মণ্ডল । হিমুর পবিত্র তীর্থ, কালীঘাটের প্রাচীন ইতিবৃত্ত আমরা যতদূর সংগ্ৰহ করিতে পারিয়াছি—তাহ পাঠকবর্গের গোচরার্থে লিপিবদ্ধ করিলাম। খৃষ্টের ষোড়শ শতাব্দীর শেষভাগ ও সপ্তদশ শতাব্দীর প্রথমভাগেই যে বঙ্গের প্রধান শক্তিপীঠ কালীঘাট সাধারণে বিশেষভাবে পরিচিত হয় তাহ পূৰ্ব্বোল্লিখিত ঘটনাবলী হইতেই প্রমাণিত হইবে। এই কালীঘাটের প্রতিষ্ঠার সহিত, বড়িশা সাৰ চৌধুরী জনীদারগণের বিশেষ সম্বন্ধ আমরা পরপৃষ্ঠার উহারে একটা সংক্ষিপ্ত বংশবৃক্ষ প্রদান করিয়া, কালীঘাট-প্রস্তাব শেষ কৰিলাম। :