পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

34 কলিকাতা সেকালের ও একালের । , میباییج مسیح-------- পিড়ে এলভারেজ ক্যাব্রাল নামক একজন পটুগীজ-ব্যবসায়ী-১৫.. খ্ৰীঃ অব্দে, কালিকটে প্রথম ফ্যাকটারী বা বাণিজ্য-নিবাস স্থাপন করেন। ইহার পূৰ্ব্বে, পটুগীজের ভারতীয় বন্দরাদি হইতে মাল সংগ্ৰহ করিয়া ইউরোপে চালান দিতেন। পটুগালের লিসবন নগরী, সেই সময়ে ভারতীয় দ্রব্যাদি বিক্রয়ের প্রধান ইউরোপীয় বাণিজ্য-কেন্দ্র ছিল। দেখিতে দেখিতে লিসবন নগরী—সেই পুরাকালে, ভারতের রপ্তানি দ্রব্যসমূহের প্রধান আড়ত হইয়া পড়িল। সমগ্র ইউরোপীয় জাতিই, লিসবনের বাজারে ভারতীয় মাল কিনিতে আরম্ভ করিল। কাব্রালের তিন বৎসর পরে, আলফানসো আবুকার্ক নামক একজন পটুগীজ সেনানীর অধিনায়কতায়-পটুগীজের তাহদের ফ্যাক্টরী বা বাণিজ্য-নিবাসের রক্ষা জন্ত একটী ক্ষুদ্র দুর্গ নিৰ্ম্মাণ করেন । ইহাই ভারতবর্ষে—ইউরোপীয় জাতির প্রথম দুর্গ। ১৫৮৬ হইতে—১৬৬৮ অব্ধ পৰ্য্যস্ত, ভারতের পশ্চিমোপকূলে, বঙ্গোপসাগরে ও সমুদ্র-তটবর্তী প্রধান প্রধান বন্দর সমূহে—পটুগীজ দিগের বাণিজ্য সম্বন্ধে, বিশেষ আধিপত্য বিস্তৃত হয়। কিন্তু ১৬৬৮ হইতে পটুগীজ ক্ষমতা ক্রমশঃ হীনশক্তি হইতে থাকে । পটুগীজদিগের অবনতিতে, দিনেমারেরা ভারতোপকূলে বাণিজ্যের জষ্ঠ বড়ই ব্যস্ত হইয়া পড়ে। ১৫৮০ খৃঃ স্পেন ও পটুর্গাল একজন রাজার । শাসনাধীনে আসে। দিনেমারেরাও এই সময়ে এক স্বাধীন জাতিতে পরিণত হয়। এতাবৎকাল দিনেমারের লিসবন বন্দর হইতেই—ভারতের আমদানি দ্রব্যসমূহ ক্রয় করিত। কিন্তু পটুগীজেরা মদগৰ্ব্বে অন্ধ হইয়া, দিনেমারদিগকে বড়ই নিগৃহীত করিতে লাগিল। এক সময়ে দিনেমারদের কয়েকখানি জাহাজ, বাণিজ্য-দ্রব্য সংগ্ৰহ করিবার জন্ত, লিসবন বলরে উপস্থিত হইলে—পটুগীজের তাহ আটক করিয়া, দিনেমার ஏன், •. পোতাধ্যক্ষ দিগকে কারানিক্ষিপ্ত করিল। ".. এই সমস্ত—কার নিক্ষিপ্ত দিনেমার কয়েদীদিগের মধ্যে, একজন কোন পৰ্টুগীজ কয়েদীর নিকট হইতে, ভারতের বাণিজ্য-দ্রব্যাদি ও ঐশ্বৰ্ষা প্রবাদ, এবং ভারতে আসিবার সহজ পথ ইত্যাদি সম্বন্ধে অনেক ব্যাপার কথায় কথায় জানিয়া লয়। তাহার পর সেই অপরাধী মুক্তিলাভ করিয়া স্বদেশে ফিরিয়া যায়। তাহার মুখে, ভারতের ঐশ্বৰ্য্য-প্রবাদ অবগত হইয়া, ডেনমার্কের কয়েকজন সম্ৰাম্ভ ব্যবসায়ী—অনতিবিদ