পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় )(t:సి সকল বাছিয়া, আটলান্টিক সাগরের মধ্য দিয়া, লানড্রোন ও জাভা ধ্ৰুপে উপস্থিত হন । প্রত্যাবৰ্ত্তন সময়ে, তিনি Cape of Good Hope বা উত্তমাশা অন্তরীপ দিয়া, আবার প্লাইমাউথে উপস্থিত হইয়াছিলেন। ভারতবর্ষে আসিবার এই দুইটী পথ আবিষ্কৃত হওয়ায়, তৎকালীন ইংরাজঞ্জাতি মহোল্লাসিত হইলেন । ভারতের সহিত বাণিজ্য সম্বন্ধ স্থাপন করিবার জন্ত, ষোড়শ শতাব্দীর শেষদিনে, শুভমুহূৰ্ত্তে, এলড়ারমান গর্ডার্ড নামক এক ইংরাজের বাটাতে, “লণ্ডন-ইষ্ট ইণ্ডিয়া” কোম্পানীর প্রথম প্রাণপ্রতিষ্ঠা হয়। * এই সমিতিতে যে কয়জন ইংরাজ উপস্থিত ছিলেন, তাহারা উচ্চদরের ধনী ব্যবসায়ী । কাজেই অতি অল্প সময়ের মধ্যেই বাণিজ্য-জাহাজ ও তদানুসঙ্গিক আয়োজনাদির জন্য প্রচুর অর্থ সংগৃহীত হইল । রাজী এলিজাবেথের রাজত্বকালে, ইংলণ্ডেশ্বরীর প্রদত্ত সনন্দবলে বলীয়ান হইয়া, এই ইষ্টইণ্ডিয়া কোম্পানী ভারতবর্ষে বাণিজ্যর্থে প্রথম যাত্রা করেন । এই সনন্দের অন্যান্ত স্বত্বের মধ্যে, একটা প্রধান ও গণনীয় সত্ব ছিল—যে কোম্পানী ইচ্ছা করিলে, প্রাচ্যদেশে ভূমিক্রয় বা অন্য কোন কায়েমী বন্দোবস্তে জমী দখল করিয়া বাণিজ্যব্যবসায় কুঠী স্থাপন করিতে পরিবেন । পনর বৎসরের জন্ত, অবাধ বাণিজ্যাধিকার এই কোম্পানীকে দেওয়া হয় ৷ পাচখানি জাহাজ বাণিজ্যার্থে সজ্জিত হয় এবং কাপ্তেন জেমস ল্যাঙ্কেষ্টার নামক একজন ইংরাজ-নাবিক, জাহাজগুলির প্রধান অধ্যক্ষ নিযুক্ত হন । মহা শুভক্ষণে, মাহেন্দ্ৰযোগে, টরবে বন্দর হইতে, এই জাহাজগুলি ভারতাভিমুখে যাত্র করে। + এক বৎসর সমুদ্রবক্ষে বিচরণ করিয়া, জাহাজগুলি সুমাত্রা-দ্বীপের অচিন নামক স্থানে উপস্থিত হয়। অচিনের অধিবাসীরা, ল্যাঙ্কেষ্টারের দলের সহিত কোনরূপ অসদ্ব্যবহার করিল না । বরঞ্চ তাহাদের সহিত বাণিজ্য-সন্ধি-সুত্রে আবদ্ধ হইল। ল্যাঙ্কেষ্টারের

  • আমরা তিনশত বৎসরের পূর্বের কথা বলিতেছি। বহুদিন পর্যাস্তু, লণ্ডন সহরের এই প্রসিদ্ধ বাটটি “Founders Hall” বলিয়া পরিচিত ছিল । এই বাটীর ভাগোই, ইংরাজ আজ ভারত সাম্রাজ্যের অধীশ্বর।

f ইংরাজ বণিকগণের ষে চারিখানি জাহাজ, সৰ্ব্বপ্রথমে ভারতসমুদ্রের উপকূলে উপস্থিত ইয়—তাহাদের নামগুলি অতি বিচিত্র । ইংরাজী-অভিজ্ঞ পাঠক ইহার রসগ্রহণ করুন। জাহাজ গুলির নাম—The Scoutge, The Susan, the Hector, the Ascension. Coolio; জাহাজখনি পিনেস । o