পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় '&') কলিকগণকে, দীর্ঘকালের জন্য ভারতবর্ষে বাণিজ্য স্ব স্বদানে অনেকটা সম্মত হইলেন বটে, কিন্তু পটুগীজদের প্রতিযোগিতায় হকিন্সকে সে যাত্রা বিফল মনোরথ হইতে হইল। আকবর-সাহের আমল হইতে মোগল সম্রাট দরবারে, পটুগীজ পাদরী-সম্প্রদায় ভুক্ত জেসুইট-গণের প্রবল আধিপত্য ছিল। এই জেসুইটগণ যখন সম্রাটের পার্শ্বচরগণকে বুঝাইলেন—যে ইংরাজ এই বাণিজ্য-স্বত্ব লাভ করিলে, পটুগীজদিগের তাহাতে সমূহ অনিষ্ট সংঘটিত কুইবে, তখন র্তাহারা ইংরাজদের বিরুদ্ধে অনেক কথা বলিয়া, বাদসাহের কাণ ভারি করিলেন । হকিন্স এত কষ্ট করিয়া, এদেশে আসিয়া, প্রায় আড়াই বৎসরকাল অtগরায় কাটাইয়া ছিলেন । কিন্তু উচ্চার ফল বিশেষ আশাপ্রদ হইল না । পটুগীজ-দিগের প্রতিযোগীতাতেই উঠার আশাসিদ্ধির যথেষ্ট অন্তরায় ঘটিল। কেবল মাত্র মুরাট বন্দরে বাস্থ্য-কুঠ স্থাপনের সামান স্বত্ব লাভ করিয়া, হকিন্স—বিলাতে কিরির মান । যাহা হউক, এত প্রতিযোগীতার মধ্যেও ১৬১১ খ্ৰীঃ অকে সুরাটে ইংরাজের প্রথম বাণিজ্য-কুঠী স্থাপিত হইল । বেষ্ট নামক একজন ইংরাজ নৌসেনাপতি, সুরাটের প্রথম প্রতিষ্ঠিত কুঠার অধ্যক্ষ নিযুক্ত হইলেন। বেষ্ট অতি দৃঢ়প্রতিজ্ঞ ও জবরদস্ত লোক ছিলেন । পটুগীজেরা তাহাকে নানাবিধ বিপত্তিতে ফেলিবার চেষ্টা করিয়াছিল—তাঙ্গার কুঠী-স্থাপনের ও বাণিজ্য ব্যবসায়ের পথে, অনেক বাধা উপস্থিত করিয়াছিল—কিন্তু শেষ রক্ষণ করিতে পারিল না। জবরদস্তু বে%, স্থানীয় মোগল শাসনকৰ্ত্তাকে হস্তগত করিয়া, বাদসাহী ফারমানের জোরে --সুরাটে বাণিজ্য-কুঠী স্থাপন করিলেন । ১৬১৩ খ্ৰীঃ আবেদ – অর্থাৎ কঠী-স্থাপনের প্রায় দুই বৎসর পরে, বেষ্ট ইংলণ্ডে ফিরিয়া যান । বেষ্টের পরে, কাপ্লেন ডাউনটন নামক অার একজন ইংরাজ, সুরাটের কুঠীর অধ্যক্ষ পদে নিযুক্ত হন। ১৬১৫ খ্ৰী:-অব্দে, ডাউন্‌টন সুরাটে উপস্থিত হন । তিনি কোম্পানীর বাণিজ্য-কুঠীর অবস্থা যাহা দেখিলেন—তাহাতে বড়ই আতঙ্কিত হইলেন। তিনি দেখিলেন—“কুঠতে মোটে তিনজন মাত্র ফ্যাক্টর আছেন—বাকী ফ্যাক্টরের পলাইয়। গিয়াছেন । অন্ত্রিবিবাদ এবং চক্রান্তেই এই অবস্থা দাড়াইয়াছে।” ডাউনটন, একটু কড়ামেজাজে কাজ আরম্ভ করিলেন । ইহার ফলে তাঙ্গর যথেষ্ট শক্রবৃদ্ধি হইল। পটুগীজদিগের শত্রুত ছাড়া--স্থানীয় গোগল-মুবাদারগণও তাহার উপর বিরক্ত ছুইলেন। ইহার উপত্ব মুরাটের

  • >