পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । »öፃ লের দুইটা প্রেসিডেন্সি রূপে পরিণত ক্ষর তাহাই বা কে জানিত ? বুরাটের ইংরাজ কুঠীর প্রেসিডেন্ট, দেশীয় লোকের চক্ষে একটী ছোট খাট aবাবের মত হইয়া উঠিলেন। তিনি কিরূপভাবে জীবন-যাত্রা নিৰ্ব্বাহ করতেন, রেভারেও এণ্ডারসন নামক একজন সমসাময়িক পাদরি, তাহার একটা কৌতুকময় ইতিবৃত্ত বলিয়া গিয়াছেন। এই পাদরী সাহেব বলেন–"সকালের_সুরাটের_প্রেসিডেন্ট একটু ৯ - জীবনযাপন করিতেন। তিনি যখন রাজপথে বাল্লি ল মন্ত্র একজন পতাক-বাহক, তাহার অগ্ৰে অগ্ৰে গমন করিত। র্তাহার অগ্রপশ্চাতে ইংরাজ শরীররক্ষী। চল্লিশজন দেনীর পদাতিক, তাহার পুরোভাগে থাকিত। যখন তিনি আছিীরে বসিতেন—চাকরেরা নানাবিধ থাবার । লইয়া, উiহার খানার টেবিলে সাজাইয়া দিত। প্রত্যেকবার এক একরকম খাদ্য আনিবার সময়, বাহির হইতে বাদ্য বাজিয়া উঠিত। তাহাতে তিনি ও ' উগর সঙ্গীগণ বুঝিতেন, নূতন ধরণের খাদ্য আসিতেছে। একদল বেতন , ভোগ বাদ্যকর এই খানার সময় বাজনা বাজাইত। যখন তিনি এক কক্ষ ইষ্টতে কক্ষাস্তরে যাইতেন, সেই সময়ে রূপার আশাসোটা লইয়া, চাকরেরা উাগর আগুপাছু যাইত। ফ্যাকটারি হইতে রাজপথে বাহির इझेदांब्र नशत्र, তিনি হয় পালকী, না হয় অশ্বপূঠে যাত্রা করিতেন। কিম্বা দুইটা শ্বেতবর্ণ, বৃহৎকায় বলীবর্দ-চালিত এক্কা, তাহার ভারবহন করিতে নিযুক্ত হইত। ' রূপার কাজকরা, চৰ্ম্মসজ্জায় সজ্জিত অশ্ব দুই চারিটা, এই দলের শোভাবৃদ্ধির জন্য বাহির হইত। তাহার মাথার উপর এক রেশমের ছত্র ধরা হইত।” ] ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর ডাইরেক্টারদের কর্ণে, এই নবাবীর কথা পৌছিলে তাহারা বড়ই বিচলিত হইয়া উঠিলেন। তাহারা ব্যবসা করিতে, ভারতে আসিয়াছেন । তাহীদের অধীনস্থ ভূত্যের প্রভূর কষ্টার্জিত অর্থের অপব্যয় করিয়া, যে এতটা নবাবী করিবে, তাহা তাহাদের সহ হইল না। বিলাতের ডিরেক্টরের, সুরাটের প্রেসিডেন্টকে যাহা লিখিয়া পাঠাইলেন—তাহার মন্ধ এই—“আমাদের এই কষ্টার্জিত অর্থ, তোমরা যে বাবুয়ানী ও নবাবীতে ; অপব্যয় করিবে, তাহা আমাদের সহ হইবে না । যাহাঁতে ভবিষ্যতে এ সব আর না শুনিতে হয়—তাহার ব্যবস্থা করিবে। সামান্ত ব্যবসায়ী কোম্প'-' নীর কৰ্ম্মচারী হইয়া, নবাবের মত এইরূপ জাকজমক যাহাতে আর না করিতে পার, তজ্জন্ত মামরা তোমার বেতন বাৎসরিক তিনশত পাউণ্ড , করিয়া দিলাম। এখন হইতে তোমাদের প্রেসিডেন্ট নামও খুচিয়া গেল '