পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Xob” কলিকাতা সেকালের ও একালের । তোমরা ভারতীয় বাণিজ্যকেন্দ্রে ইংরাজ-কোম্পানীর “এজেন্ট” বলিয়া དང་ཨ་་་་་་་་ লাভ করিলে।” বলাবাহুল্য—বিলাতের ডাইরেক্টারদের এই কঠোর আদেশে প্রেসিডেন্ট সাহেব বিশেষ সায়েস্ত হইয়াছিলেন । s কি করিয়া এই ব্যবসায়ী ইংরাজ-কোম্পানী, বোম্বাই ও সুরাট প্রদেশে শক্তি-সঞ্চয় করেন, তাহা বুঝিতে হইলে, বোম্বাই ও সুরাটের কথা আরও একটু বিশেষভাবে আলোচনা করা উচিত। দাক্ষিণাত্যে ইংরাজ কোম্পানী সামান্য ব্যবসায়ী হইতে কিরূপ শক্তি-সঞ্চয় করিয়াছিলেন, কিরূপে ধীরে ধীরে ভগবানের বিধানে, তাহীদের নৌশক্তি ও সেনাশক্তি বৃদ্ধি প্রাপ্ত হইয়. ছিল, কিরূপে সেই সেনাশক্তির সহায়তায় তাহীদের শক্ৰদের অধঃপতন হইয়াছিল, তাহা বুঝাইতে হইলে দাক্ষিণাত্যে ইংরাজের অভু্যদয়ের কথা একটু বিস্তারিত ভাবে বলিতেই হইবে। অক্সেনডেনের পর, জেরাল্ড অঙ্গিয়ার বোম্বাই কুঠির অধ্যক্ষ হন। ধরিয়ে গেলে অক্সিয়ার হইতেই, বোম্বের প্রকৃত উন্নতি আরম্ভ হয়। অঙ্গিয়ার বোম্বাই কুঠার অধ্যক্ষতা লাভ করিরাই বুঝিতে পারিলেন, ইংরাজের অবস্থা তথায় আদৌ নিরাপদ নহে। মালাবার উপকূলে, জলদসু্যরা প্রবল হইয়া উঠিতেছে, সমুদ্রে দিনেমারগণ বলসঞ্চয় করিতেছে, বোম্বের আশপাশে, জলদসু্যদিগের আক্রমণ হইতে বোম্বাইকে রক্ষা করিবার জন্ত, অঙ্গিয়ার সমুদ্রকুলে প্রকাণ্ড দুর্গ-প্রাচীর নিৰ্ম্মাণ করেন । ইহাই পরে ননটেলৌ-টাউয়ার” বলিয়া খ্যাতি লাভ করে। দুর্গনির্মাণ কার্যে গুহিকে অনেক বাধা-বিঘ্ন পাইতে হইয়াছিল। বিলাতের ডাইরেকটারগুণ, প্রথমে ইহার ব্যয়ভার বহন করিতে স্বীকৃত হন নাই। কিন্তু অঙ্গিয়ার নিজের উদ্ভাবনী শক্তিবলে, বোম্বাইনগরীতে একটী ক্ষুদ্র দুর্গ-প্রতিষ্ঠা করেন। কোম্পর্মীর খসদখলে, যে সমস্ত হিন্দু-মুসলমান প্রজা বাস করিত, তাহীদের মধ্যে বাছ বাছ লোক লইয়া, তিনি এক ক্ষুদ্র সেনাদল ( militia ) গঠন করেন। ব্রাহ্মণ ও বেনিয়ারা বাৎসরিক কিছু “তনুখা” বা বৃত্তি দানে বন্দুক ঘাড়ে করার দায় হইতে নিস্কৃতি পাইল । বোন্থের হিন্দু মুসলমান অধিবাসীবর্গকে এইভাবে সৈনিকরূপে গ্রহণ করিয়া, অঙ্গিয়ার ১৬৭৭ *: আদে ছয়শত প্রজাসৈন্য, চাল্লিশত ইউরোপীয় সেনা ও চল্লিশজন সেনানায়ক সমেত একটী ক্ষুদ্র সেনাদল স্বষ্টি করেন । রাজপুতগণকে লুইস আর একটা সেনাদল গঠনের বাসনা তাহার মনে জাগিয়া উঠে, কিন্তু উপযুক্ত সুযোগাভাবে তিনি তাহ কার্য্যে পরিণত rরিতে পারেন নাই ।