পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়। >&సి _সভ৭৩ খৃঃ অকে, শিবাজী আবার স্বরাট আক্রমণ করেন। এই ব্যাপারে জঙ্গিয়ারের নবগঠিত সেনাদলের শক্তি-পরীক্ষণ হয়।* বলা বাহুল্য, শিবাজীকে এই যুদ্ধে হারিয়া যাইতে হয়। ইহার পর দিনেমার আডমিরাল ভমূগোয়েন, বোম্বাইয়ের উপকূলদেশে, ইংরাজের বাণিজ্য-জাহাজের প্রধান আশ্রয়স্থল, Swally Marine নামক বন্দরাংশ আক্রমণ করেন । বলা বাহুল্য, ডচ-এডমিরালকে অঙ্গিয়ারের তোপের মুখে পরাজয় স্বীকার করিতে হইয়াছিল । & ইংরেজ সমর-শক্তির যশঃপ্রভা এইরূপে চারিদিকে বিস্তৃত হইয়া পড়িল । মোগল শাসনকৰ্ত্তারাও বুঝিলেন, ইংরেজ-বণিক উপেক্ষার যোগ্য নহে। অন্ধিয়ার, সুরাটের অরক্ষিত অবস্থা দেথিয়া ভাবিলেন, সুরাটের দ্যায় অরক্ষিত স্থান কোন ক্রমেই ইংরাজের পক্ষে সুবিধাকর নহে। দিনেমার, পটুগীজ, মারহাট, মোগল, সবই ইরাজের শত্রু। অঙ্গিয়ার ভবিষ্যৎ ভাবিয়া বোম্বের দুর্গ নিৰ্ম্মাণ করেন। কোম্পানির সম্পত্তি রক্ষা করিতে হইলে, নিরা পদে থাকিতে হইলে,সমুদ্র-মেখলা বোম্বাই তাহার উপযুক্ত স্থান। তিনি মুরাটের উপর আর তত মনোযোগ না করিয়া, বোম্বাইয়ের উন্নতিকল্পে মনোযোগ দিলেন। কলিকাতাও যেমন প্রথম অবস্থায় জঙ্গল ও বাদাভূমি পূর্ণ ছিল, বোম্বের অবস্থাও সেই সময় তদ্রপ। তিনি নানাস্থানের জঙ্গল কাটাইয়া, খাত ভূমিগুলি ভরাট করিয়া, বোম্বাইকে একটী ক্ষুদ্র নগরীতে পরিণত করিলেন । বোম্বে ইংরাজের খাস সম্পত্তি। মুরাট, মোগলদের রাজত্বের সীমার মধ্যে । ইংরাজের দ্যায়, ব্যবসায়ী ধনী প্রজা, সুরাট ত্যাগ করিলে সরকারী রাজস্বের বিশেষ ক্ষতি । ইহা ভাবিয়া,তৎকালীন মোগল সুবাদার, অঙ্গিয়ারকে বলিয়া পাঠাইলেন-—“যদি ইংরাজের সুরাট ত্যাগ করেন, তাহা হইলে এতজ্জন্য সরকারী রাজস্বের যে ক্ষতি হইবে, তাহা তাম্বারা বার্ষিক মূদ্র দানে পুরণ করিতে বাধ্য।” সাহসী অঙ্গিয়ার বলিয়া পাঠাইলেন, “ইংরাজ স্বাধীন বণিক। কাহারও গোলাম বা কয়েদী নহেন । সুবাদারের এ আদেশ তিনি মান্য করিতে বাধ্য নহেন।” সুবাদার সাহেব তাহার জেদ বজায় রাখিবার জন্য, ইংরেজদিগকে ভয় প্রদর্শনের উদ্দেশ্যে, দুইহাজার সৈন্য প্রেরণ করেন। অঙ্গিয়ার সম্রাটকে এই ব্যাপার জানাইবেন

  • “এই নবসংগৃহীত ইউরোপীয় সেনাদলে, ইংরাজ বাষ্ঠীত পাঠান, পটুগীজ প্রভৃতিও ছিল। লণ্ডন সহরের জেল-ফেরত আসামী, দুর্দান্ত বদমায়েসও যে এই দলে ছিলনা, তাহ নয়। টুপীওয়াল বলিয়। ইহাদিগকে লোকে “টোপস সৈন্য বলিত ।

૨૨