পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় ጏማዕ নিয়ে আমরা শিবাজীর অভিষেক উৎসব ও ইংরাজের সহিত সন্ধিব্যাপারের একটা বিস্তৃত বিবরণ দিতেছি। ইংরাজ দূত ফ্রায়ার সাহেব, যখন এgরাষ্ট্র-পতির সহিত সাক্ষাৎ করিতে যান, সে সময়ে তাহার যশঃস্থৰ্য্যের গ্রর কিরণরাশি, উজ্জ্বলভাবে কঙ্কণের পাৰ্ব্বত্য প্রদেশ ও রায়গড়ের রেমতিত গিরিশিখরে ধীরে ধীরে উদ্ভাসিত হইতেছিল। ঔরঙ্গজেবকে কয়েকটা যুদ্ধে পরাভূত করিয়া, সম্পূর্ণরূপে স্বাধীনতা গ্রহণ করিয়া, শিবাজী সে সময়ে রাজোপাধি ধারণ করিবার বন্দোবস্ত করিলেন । রাজ্যের চারিদিকে আনন্দকোলাহল। দৃঢ়কায় মহারাষ্ট্ৰীয়গণ, নানাবিধ অভিযেকোপযোগী দ্রব্যাদি লইয়। রায়গড়ে উঠতেছে। যোদ্ধারা নূতনসাজে ভূষিত হইয়া, দুর্গাধিপের জয়ঘোষণার নিমিত্ত, পৰ্ব্বতের চারিদিকে শিবির স্থাপন করিয়াছে। শিবাজীর অধীনস্থ পেশোয়া, ভেণসলা ও অন্যান্ত সামন্তবর্গের পরিবারেরা, উৎসব দেখিবার জন্তা রায়গড়ের উপত্যক ধীরে ধীরে অতিক্রম করিতেছেন । দুর্গপ্রাকার ছুইতে শিবাজীর বিজয়নিশানের পংপং শব্দ, মহারাষ্ট্র সৈনিকের “হর হর মঙ্গদেও” শব্দের সহিত প্রতিধ্বনিত হইতেছে। এহেন মঙ্গলময় উৎসব সময়ে, ইংরাজদূত ডাক্তার ফ্রায়ার রায়গড়ের নিম্নস্থ “পঞ্চারা” নামক ক্ষুদ্র গ্রামে উপনীত হইলেন। তনি “পঞ্চারা” হইতেই শুনিলেন, যে নূতন মহারাজ শিবাজী কোন অদূরবর্তী তীর্থপর্য্যটনে গিয়াছেন ; এবং দুই এক দিনের মধ্যেই ফিরিয়া আসিয়া রাজেণপাধি গ্রহণ করিবেন । নারায়ণ পণ্ডিত নামক শিবাজীর অন্যতম বিশ্বস্ত অমাত্যের সহিত র্তাহার পূর্ব হইতেই পরিচয় ছিল। তিনি সৰ্ব্বাগ্রে নারায়ণজীর সহিত সাক্ষাৎ করিলেন ও এক বহুমূল্য উপঢৌকন প্রদান করিয়া, তাহার সহায়তালাভের পথ আরও সুগম করিয়া লইলেন। অত্যন্ত গ্রীষ্মাধিক্য হেতু, পঞ্চারাতে অবস্থান করা ইংরাজ-দূতের পক্ষে অসম্ভব বলিয়া বোধ হইল। তিনি পাহাড়ের উপর উঠিবার জন্ত, বিশেষ আগ্রছ প্রকাশ করিতে লাগিলেন । এই সময়ে শিবাজী প্রতাপগড় হইতে "বায়রীতে” ফিরিয়া আসিয়াছেন । এই সংবাদ পাইয়াও নারায়ণজীর সহায়তায়, পাহাড়ে উঠবার অনুমতি লাভ করিয়া, ইংরাজদূত রাজদর্শনে চলিলেন। “বায়রী” বা “রায়গড়” পাৰ্ব্বত্য-দুর্গ। নিম্নে পাষাণবক্ষ দৃঢ়কায় পাহাড় । এ পৰ্ব্বত প্রাচীর দুৰ্ভেদ্য, অজেয়। উপরে নীচে, আশে পাশে, উত্তরে দক্ষিণে, পূৰ্ব্বে পশ্চিমে, নানাবিধ দীর্ঘবিস্তৃত, স্বল্পায়ত, খামল তরুরাজিপূর্ণ