পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

շԳՆ কলিকাতা সেকালের ও একালের । বন-প্রদেশ। প্রকৃতির সহায়তায়, এই পাৰ্ব্বত্য-দুর্গ চারিদিক इश्लश অজের। অন্তঃশত্রুর বিশ্বাসঘাতকতা ভিন্ন, ইহার পরহস্তগত হইবার কোন সম্ভাবনাই ছিল না । কয়েকটা পাৰ্ব্বত্যপথ বহুকষ্টে অতিবাহিত করিলেই, রায়গড়ের ক্ষুদ্র সছর। অন্যান্য বাণিজ্যদ্রব্যাদি অপেক্ষ, অস্ত্রশস্ত্রেই রায়গড়ের বিশেষ ঐশ্বৰ্য্য প্রকাশ। রমণীর কলকণ্ঠ সেখানে সৰ্ব্বদা শোনা যাইত না । কেবল অশ্বের হেযারব, সৈনিকের অস্ত্র-ঝঞ্চনা ও কঠোর বাহাম্ফোট, গম্ভীর কণ্ঠস্বর “হর হর মহাদেও” শব্দে, সেইস্থান প্রতিধ্বনিত ও শব্দকুলিত । মেঘের কোলে অবস্থিত রায়গড়ে তখন তিন শতের অধিক আবাসবটি ছিল না। ডাক্তার ফ্রায়ার পাহাড়ে উঠিয়া, চারি দিন রায়গড়ে বিশ্রাম করিলেন। তাহার পরম সুহৃদ নারায়ণজী পণ্ডিত, র্তাহাকে দরবারে অভিষেক দেখিবার নিমন্ত্রণ করিলেন। পরদিন প্রভাতের প্রথম বিকাশ-কালে তিনি বহুমূল্য উপহার দ্রব্যের সহিত দলবল লইয়া রাজসভায় প্রবেশ করিলেন । রায়গড়ের পাৰ্ব্বত্য-বারদোয়ারী জনতা পরিপূর্ণ। শিবাজী রত্নময় সিহোসনে বসিয়া রহিয়াছেন, তাহার দক্ষিণ পার্থে অত্যুন্নত আসনে বসিয়া, তাহার বংশধর শম্ভুজী ও মন্ত্রিবর পেশওয়া মোরো পণ্ডিত। সেনাধ্যক্ষ ও সেনানায়কের অস্ত্রশস্ত্রের উজ্জলতার মধ্যে নিৰ্ব্বকভাবে সসন্ত্রমে দূরে দাড়াইয়া আছেন। সভার উপরে, আশে পাশে, হৰ্ম্ম্যভিত্তিতে, স্তম্ভগাত্রে নানাবিধ সুবাসিত ফুলমাল, বহুবিধ কঠোর ক্ষুরধার শাণিত কৃপাণের মধ্যে শোভিত হইয়া, বিভীষিকাময় কঠোর—কোমল দৃশ্যের অবতারণা করিয়াছে। সহসা রণভেরী বাজিয়া উঠিয়া সভারম্ভ ঘোষণা করিয়া দিল। সৰ্ব্বপ্রথমে বেদগান ও ঈশ্বরের স্তুতিপাঠ করিয়া, ব্রাহ্মণের শস্য ও দুৰ্ব্বার দ্বারা, নবীন মহারাজের জয়োচ্চারণ করতঃ আশীৰ্ব্বাদ করিলেন। স্তুতিপাঠকের গুরুগম্ভীরকণ্ঠে,র্তাহার বীরত্ব কাহিনী গান করিল। প্রথম মাঙ্গলিক ব্যাপার শেষ হইলে,নারায়ণজী ইংরাজদূতকে মহারাষ্ট্রপতির সম্মুখে উপস্থিত করিলেন। প্রথমত “সেলাম” করিয়া, ডাক্তার ফ্রায়ার নবীন মহারাজের সম্মুখে বহুবিধ বহুমূল্য উপহারদ্রব্য-সন্তার স্থাপিত করিলেন। শিবাজী সহস্য - আস্যে তৎপ্রতি দৃষ্টিনিক্ষেপ করিয়া, ইংরাজদূতকে সিংহাসনের নিকটস্থ হইতে বললেন। দুই চারিটা বিষয়ে দ্বিভাষীর সাহায্যে সামান্তরূপ কথোপ কথনের পর, দূতবর সে দিনের মত বিদায় প্রাপ্ত হইলেন।