পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯৪ কলিকতা সেকালের ও একালের । রাজধানীতে উপস্থিত হইলেন। এই দলের মধ্যে উইলিয়াম ক্ৰটন বলিয়া একজন ক্যাকটার ছিলেন। কিরূপ কষ্টের মধ্যে পড়িয়া এই অষ্টচন ইংরাজ, সর্বপ্রথমে উড়িষ্যা ক্ষেত্রে পদার্পণ করেন, তাহার একটু “রোজনামচা” ব্ৰটন নিজেই রাখিয়া গিয়াছেন । * আমরা তাহার সংক্ষিপ্ত সার নিম্নে দিতেছি। * “২২শে ( ১৬৩৩ খৃঃ অব ) মার্চ। আমরা তখন করমণ্ডল উপকুলে। মসলিপটনে আমাদের ফ্যাক্টরি ছিল। আমাদের অধ্যক্ষ ছিলেন মিঃ জন নরিস। আমাদের মধ্যে পরামর্শ মতে স্থির হইল, বাঙ্গলা প্রদেশে ফ্যাক্টার বা বাণিজ্যাগার স্থাপন করিতে হইবে । বঙ্গ দেশের শাসন কৰ্ত্তাদের দিবার জন্য, আমরা নানারূপ উপঢৌকন সংগ্ৰহ করিয়া, মসলীপটন হইতে এ দেশীয় এক সমূদ্রগামী বৃহৎ নৌকায় উড়িষ্যার দিকে যাত্র। করিলাম। আমরা বহুকষ্টে সমুদ্র পথের বাধা বিস্তু অতিক্রমু করিয়া,হরিশপুরে উপস্থিত হইলাম। আমরা যে সময়ে হরিশপুরে নঙ্গর করিলাম, সেই সময়ে দেখিলাম, একখানি পটুগীজ জাহাজও আমাদের অতি নিকটেই নঙ্গর করিল। তাহীদের উদেশ্ব যে সৎ নহে, ইহা বুঝিয়াই আমরা আত্মরক্ষার্থে প্রস্তুত রহিলাম। ২৪শে তারিখে, আমাদের দলস্থ মিঃ কাটরাইট ও মি: কলি, হরিশপুরের শাসনকর্ভার সহিত দেখা করিতে গেলেন। পথিমধ্যে কয়েকজন দেশীয় গুগু ও বদমায়েস লইয়া, পূৰ্ব্বোক্ত পটুগীজ জাহাজের নাবিকগণ-আমাদের আক্রমণ করিল। তাহারা হয়ত আমাদের হত্যা করিত, অথবা সৰ্ব্বস্ব কড়িয়া লইত । কিন্তু রাজা লক্ষ্মীপের লোকেরা সেই স্থানে দুই শত লোক লইয়া আসিয়া, মিঃ কার্টরাইটের জীবন রক্ষণ করেন। † এই দাঙ্গার ফলে মিঃ টমাস কলি দক্ষিণ হস্তে ভয়ানক আঘাত পান। আমাদের একজন লোক পায়ে ও মস্তকে অত্যন্ত আঘাত পায় । বিপক্ষ পক্ষের একজন “নাখোদা” (নৌকণচালক ) অতি ভীষণরূপে আহত হয়। এই বিবাদে আরও সৰ্ব্বনাশ ঘটিতে পারিত। কিন্তু ঈশ্বর কৃপায়, তাহ झब्र नांदे । ২৭শে এপ্রিল। আমরা তিনজন অর্থাৎ কাটরাইট, আমি ও ডসন,হরিশপুরের রাজার নিকট হইতে বিদায় লইলাম। মিঃ কলি আহত, এজন্য তিনি

  • News from the East Indies or a Voyage to Bengalia written by william Bruton ; wilson's Early Annals, t sea otts Harsapoore so stro «fawttwa ask sist tætte Lucklip the rogger fruttex