পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'సిసి কলিকাতা সেকালের ও একালের । দিকে যাত্রা করিলাম। দুই ঘণ্টার মধ্যে আমরা হরিহরপুরে পৌছিলাম। হরিহরপুরে পৌছিবার পর একজন লোক, আমাদের সহিত সাক্ষং করিয়া বলিল—“আমাদের রাজা আপনাদের আগমন সংবাদ ইতঃপূর্বেই পাইয়াছেন। তিনি আপনাদের জন্স অপেক্ষা করিতেছেন।” একজন শাসনকৰ্ত্তা আমাদের আগমন প্রতীক্ষায় অপেক্ষ করিতেছেন,এ সংবাদে আমরা বড়ই কৃতার্থমন্ত বোধ করিলাম। তৎক্ষণাৎ প্রস্তুত হইয়া উiহার সহিত সাক্ষাতার্থে গমন করিলাম। একটি পু্যাগোড় বা দেবমন্দিরের নিকট র্তাহার তাবু পড়িয়াছিল।* সেই রাজকৰ্ম্মচারী আমাদের যথেষ্ট সমাদর করিলেন। রাত্রিতে বিরাট ভোজ হইল। আমাদের অবস্থান জন্স সরাই নিদিষ্ট ইয়ছিল । আমরা আহারান্তে সরাইয়ে ফিরিয়া আসিলাম । আমাদের সঙ্গের মালপত্র, সবই সেই থানাতেই হেপাজতে রহিল । মিজো মমিন, তাড়ার সঙ্গীদের সহিত সে রাত্রিতে র্তাহার নিজের শিবিরেই সুঞ্ছিলেন । ৩০ এপ্রিল । আমরা অদ্য প্রভাতে কটকের ( Cotcke ) পথ ধরিলাম। কটক খুব বড় সহর । কটক হইতে মুকুন্দদেবের ( Malkundy ) রাজধানী এক মাইলের উপর । মিঃ কটি রাইট, আমাদের সঙ্গে আসিলেন না । কারণ তিনি মির্জা মমিনের সঙ্গে আসিবেন । সমস্তদিন পথ চলিয়া, আমরা সন্ধ্যার সময় গন্তব্যস্থানে পৌছিলাম। সমস্ত দিবtভাগে, কটক পৰ্য্যন্ত আমরা আট মাইল পথ স্থাটিয়া আসিয়ছি । রাত্রি একটার সময়, মিঃ কাটরাইট আসিয়া উপস্থিত হইলেন। তৎপরে আমরা স্বদল বলে মিঞ্জ মমিনের বাটিতে উপস্থিত হইলাম। মির্জা মমিন, মহাসমাদরে আমাদের ভোজ দিলেন। তিনি নবাবকে সংবাদ পাঠাইলেন—“আটজন ইংরাজ সওদাগর আমার বাটীতে অতিথি হইয়াছেন।” যথাসময়ে আমাদের আগমন

  • হরিহরপুরে এখনও এক শিবমন্দির ধ্বংসাবস্থায় বৰ্ত্তমান। স্থানীয় লোকে, ইহাকে “সোমনাথ মন্দির” বলে। যে রাজকৰ্ম্মচারী, এই ইংরাজ বণিকদিগকে অতিথিরূপে গ্রহণ করিয়াছিলেন, তাহার নাম Mirza Momeine ( মির্জা মমিন ) ইষ্টইণ্ডিয়া কোম্পানীর সাহেবেরা তাহাকে Mersy Momeine (মসি মমিন ) বলিয়। উল্লেখ করিয়া গিয়াছেন। হিন্দু দেবমন্দিরে তাড়ার অবস্থান সম্ভবতঃ অসম্ভব। তবে অনুমানতঃ বোধহয়--মনির সমীপে কোন উন্মুক্ত স্থানে, তাহার শিবির সংস্থাপিত হুইয়ছিল । সেইখনেই তিনি ইংরছি **** **** *** * Wilson's Early Annals. "