পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। ૨૭ (t ঠিক এই সময়ে, বিলাত হইতে “সোয়ান” বলিয়া একখানি জাহাজ মসলীপরনে উপস্থিত হয় । “সোয়ান” অনেক মালপত্র আনিয়াছিল। মসলীপত্তনের কৰ্ত্তারা যখন সংবাদ পাইলেন, উড়িষ্যার মধ্যে আমরা বাণিজ্যাধিকার লাভ করিয়াছি, তখন র্তাহারা বড়ই আনন্দিত হইলেন। মসলীপত্তনের ফ্যাক্টার তখনই এক মন্ত্রণাসভার অধিষ্ঠান করিয়া স্থির করিলেন, যে “সোয়ান” বিলাত হইতে আসিবার পথে, যে সমস্ত বাণিজ্যদ্রব্যাদি সংগ্ৰহ করিয়া অনিয়াছে, তাহ বঙ্গদেশে বিক্রয়ের চেষ্টা করা হইবে।” তখন পারস্য, আরব, ভারতবর্যের ভিন্ন ভিন্ন বন্দর ও ইংলণ্ডের মধ্যে বাণিজদ্রব্যের আদান প্রদান জন্ত, চাউল, চিনি, মাথন, গমূল্যাক্ ( ল্যাকু ) রেশম, রেশমীবস্ত্র, স্যাশ, (পাগড়ীর কাপড়), আলিজা (পাচগজ লম্বা রেশমী কাপড়), ছিটু, সাদাকাপড় প্রভৃতি বাণিজ্যদ্রব্যরূপে নানা দেশে ক্রীত ও বিক্রীত হইত। মসলীপট্টন হইতে যাত্রা করিয়া “সোয়ান” জাহাজ, হরিশপুরে পৌছিল । ইংরাজগণ জাহাজের উপস্থিতি জ্ঞাপনের জন্ত, সমুদ্রবক্ষ হইতে তিনবার তোপধ্বনি করিলেন। কিন্তু পূৰ্ব্বকথিত ফ্যাক্টারগণ হরিহরপুরে ছিলেন। এজন্য সোয়ানের কৰ্ম্মচারীরা তাছাদের তোপধ্বনির কোন উত্তরই পাইলেন না। কোন সংবাদ না পাইয়া সোয়ানের কাপ্তেন পরদিন প্রভাতে, হরিশপুর হইতে নঙ্গর তুলিয়া বালেশ্বরের অভিমুখে যাত্রা করিলেন। বালেশ্বরে তাহারা মিঃ কাটরাইটের সন্ধান পাম । * কিন্তু সোয়ান জাহাজের মালপত্র, দুর্ভাগ্যক্রমে কোন স্থানেই বিক্রীত হইল না। “সোয়ান” প্রচুর পরিমাণে বনত, সীসা ইত্যাদি জিনিসের বোঝাই লইয়া আসিয়াছিল। বালেশ্বরে ও তাহার নিকটবৰ্ত্তী বন্দর সমূহে তাহার খরিদ্ধার জুটিল না। এক বৎসরকাল সেই মাল অবিক্রীক্ত অবস্থায় বালেশ্বরে পড়িয়া রহিল। সেকালের ইংরাজ নাবিকগণ, প্রবৃত্তি সংযমের মর্য্যাদা জানিতেন না । তাহদের অনেকে নানাবিধ ফলমূল ও বালেশ্বর জাত “আরক’ নামধেয় মদিরা পানে পীড়িত হইয়া পড়িল । জর, কলেরা রোগেও অনেকে মরিল। টমাস কীল, জরে ভূগিয়া দেহত্যাগ করিলেন। উড়িষ্যার মৃত্তিকায় র্তাহার সমাধি হইল । - উড়িষ্যায় বাণিজ্য করিতে আসিয়া, দৈবপ্রতিকুলতাবশে, ইংরাজদের নানা বিপত্তি ঘটিল। স্থানীর শাসনকৰ্ত্তাদের দ্বারা তাহারা স্বাদে উৎপীড়িত না হইলেও,তাহদের অনেকেই রোগে ভুগিয়া উড়িষ্যার বালুকাময় মৃত্তিকাগর্ভে

  • Bruton's Voyages. Hedges Diary Vol. III P. 179. (C. R. Wilson).