পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*> R কলিকাতা সেকালের ও একালের । ক্রমওয়েলও ইহঁাদের সাহায্য করিতে প্রতিশ্রুত হন । যাহাতে ইরান কোম্পানী, দিনেমার ও পটুগীজদিগের সহিত প্রতিযোগিতায়, ভারতীয়গণ, চক্ষে হেয় বলিয়া বিবেচিত না হয়, তাহার প্রতিকণর জন্তও তিনি স্বব্যবস্থা করিতে প্রতিশ্রুত হইলেন। বিলাতে আটঘাট বাধিয়া, কোম্পানী কৰ্ত্তারা, জহাদের ভারতীয় ফ্যাক্টরীগুলির দিকে দৃষ্টিনিক্ষেপ করিলেন। নানাস্থানের ফ্যাক্টারেরা বেনামী বাণিজ্য, প্রতারণা, প্রবঞ্চনা প্রভৃতি দ্বারা কোম্পানীর যথেষ্ট অর্থ ক্ষতি করিতেছিল। বিলাতের কৰ্ত্তার এতৎ প্রতিকারার্থে এক বিধান করিয়া পাঠাইলেন—“কোম্পানীর কোন কৰ্ম্মচারিই বেনামে বাণিজ্য করিয়া অর্থোপার্জন করিতে পরিবেন না। সঙ্গে সঙ্গে কৰ্ম্মচারীদের অর্থলোলুপতা দূর করিবার জন্ত বেতন বৃদ্ধি করিয়া দেওয়া হইল। স্থির হইল, এই বদ্ধিত হারে বেতন গ্রহণের পূর্কে, তাহাদিগকে এক সিকিউরিটী বগু বা জামিননামায় স্বাক্ষর করিতে হইবে। তাহারা কোম্পানীর ভারতীয় কুঠাতে যে দিন যে কাজ করিবেন, তাহার রোজনামচা বা ডায়ারি করিয়া, তাহার নকল বিলাতের কর্তাদের গোচরার্থে পাঠাইবেন । কোম্পানীর ভারতীয় বাণিজ্যকুঠী সমূহের ফ্যাক্টরগণ— ; সুরাটকুঠীর অধীনস্থ হইবেন । বাণ্টাম, মান্দ্রাজ, পারস্য ও বঙ্গদেশে চারিট : বাণিজ্য-এজেন্সি স্থাপিত হইবে । ইহা ব্যতীত বঙ্গদেশ, কাশিমবাজার এবং পাটনা প্রভৃতি স্থানে “সব-এজেন্সি” স্থাপিত হইবে । শেষোক্ত কয়ট স্থানের কুঠি হুগলীর কৰ্ত্তাদের অধীন থাকিবে । * এই নূতন বিধানের বলে, ১৬৫৮ খৃঃ অব্দের ২৭ শে ফেব্রুয়ারির ডেস্পা বা আদেশপত্ৰ মতে, জর্জ গটন সাহেব হুগলীর প্রধান “এজেণ্ট” নিযুক্ত হয়েন। তাহার একশত পাউণ্ড বা আধুনিক হিসাবে পনর শত টাকা বাৎসরিক বেতন ধার্য্য হয় । তাহার অধীনে চারিজন “ফ্যাক্টার” রছিলেন। , এরূপ ব্যবস্থার প্রয়োজনও হইয়াছিল। কোম্পানীর সেই সময়ের বিবরণে প্রকাশ“ব্রিজম্যান ও উহার বন্ধুগণ যথেচ্ছ ব্যবহার করিতে আরম্ভ করিয়াছেন। তাহীদের সতত HTTE (Fr"tfälz FStUTA T«g HCIE &R 1 (In fact Bridgeman and his frie" were acting irregularly and dishonestly). for fawt" of o ost, so" ও ব্লেক ভয়ে চাকরী ছাড়িয়া পলায়ন করেন। ওয়ালিডি গ্রেভ, নামক আর একজন ফ্যাক্ট হুগলী কুঠ ছাড়িয়া মান্দ্রাজে আসিতেছিলেন। তাহার নিকট কোম্পানীর দরকারী ক" পত্র ও সেরেস্ত ছিল। তিনি পথিমধ্যে এই প্রয়োজনীয় কাগজগুলি হীরাইয় ফেলেন। ইং", মধ্যে সম্রাটপুত্র সাহমুজার ফরমান ছিল, সেখানিও খোয়া গিয়াছে।” Hedges Diary 111. Danver's Bengal its chief Agents and Sovernörs. Bruces Annals Vol I.