পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হুগলী ফ্যাক্টরীর অসস্তব উন্নতি—আড়াই শত বৎসর পূৰ্ব্বে হুগলী ও ব্যাণ্ডেলের অবস্থা–হুগলীর-কুঠীর কৰ্ম্মচারিগণ—র্তাহীদের শাসনে রাখিবার জন্য বিবিধ কঠোর ব্যবস্থা—সেকালের ইংরাজদের দৈনিক জীবন—আহার ও অবস্থান প্রণালী—ইংরাজদের এ দেশীয় স্ত্রীলোককে পত্নীরূপে গ্রহণ—আড়াইশত বৎসর পূৰ্ব্বে ইংরাজদের আমোদপ্রমোদ ও শিকার। কোম্পানীর কুঠার ইংরাজকৰ্ম্মচারীদের বিশৃঙ্খল জীবন—তাহার প্রতিকারার্থে, নৈতিক-জীবন গঠনের চেষ্টা—বাঙ্গালীর সহিত ইংরাজের কার্য্যসূত্রে প্রথম সম্বন্ধ—ইংরাজের বাঙ্গালীর-প্রীতি— ইংরাজের বাণিজ্যে বাঙ্গালীর সহায়তা—ইংরাজ কৰ্ম্মচারীদের ধৰ্ম্মানুরাগী করিবার জন্য মাষ্টারের চেষ্টা—তৎসম্বন্ধে বিবিধ কঠোর ব্যবস্থা প্রচলন—তাহাদেয় নৈতিক-জীবন সংগঠন জন্য কঠোর বিধান—সেকালের অপরাধ—জরিমানা ও শাস্তি-ফ্যাক্টারদের শাসনে রাখিবার জন্য স্বাদশট আদেশ—সম্রাট ঔরঙ্গজেবের আমলের ইংরাজ সমাজ-কলিকাতা প্রতিষ্ঠাতা জব চাণকের পাটনায় নিয়োগ—কাশিমবাজার ত্যাগে অনিচ্ছা প্রকাশ-চার্ণকের অবাধ্যতা—বাঙ্গালার কুঠীসমুহের স্বাধীনতা—বঙ্গীয় কুঠীর প্রথম গবর্ণর হেঞ্জেস-ইন্টারলোপারদের প্রাধান্য—ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর এজন্য বাণিজ্য ক্ষতি—হেজেস, কর্তৃক ইন্টারলোপারদের ধ্বংসসাধন—ভিনসেন্ট ও পিটের কথা—মোগল শাসনকৰ্ত্তাদের অত্যাচার বৃদ্ধি-হুগলীর বাণিজ্যের সঙ্কটাবস্থা—হেজেসের মহাবিপত্তি—ঔরঙ্গজেবের দরবারে নূতন ফারমানের চেষ্টা-মস্ত্ৰাট ঔরঙ্গজেবের ফারমান-নুতন ফারমানে নূতন ৰিপত্তি-- ইংরাজের উপর সম্রাটকর্তৃক জিজিয়াকর স্থাপন—পরমেশ্বর দাসের ও ভালচন্ত্রের ইংরাজনিগ্রহ—ইংরাজ-বাণিজ্যের প্রতিকূলতা—পরমেশ্বর দাসের ইংরাজদের প্রতি অত্যাচার-এ অত্যাচার প্রতিকার প্রার্থনায় গবর্ণর হেজেসের ঢাকায় গমন—বালচন্দ্র কর্তৃক গবর্ণরের নৌকা আক্রমণ-কাল্কাপুরে জব চাৰ্শকের সহিত বিবাদ-প্রতিকার পরামর্শ–ঢাকায় নবাবের সহিত হেজেসের সাক্ষাৎ— নবাবের সহানুভূতি—এ মূল্যহীন সহানুভুতির ফলে মোগল কৰ্ম্মচারীদের উৎপাত বৃদ্ধি-বালচন্দ্র ও পরমেশ্বর দাস কর্তৃক নূতন অত্যাচার। সম্রাট সাহাজাহান ও সাহাজাদ সাহমুজা প্রভৃতির ফারমানের বলে বগীয়ান হইয়া ইংরাজেরা কি অবস্থায় হুগলীতে প্রথম বাণিজ্যকুঠী স্থাপন করেন এবং তৎপরে কাশিমবাজার, ঢাকা, পাটনা, রাজমহল, সিংহিয়া, মালদহ প্রভৃতি বিভিন্নস্থানে তাহীদের বাণিজ্যকুঠী সমূহ স্থাপিত হয়,তাহার সংক্ষিপ্ত ধারাবাহিক বিবরণ আমরা পূৰ্ব্বে দিয়াছি। এই যে আসমূদ্র হিমাচল-ব্যাপী ভারতবর্ষ, ইংরাজের গৌরবময় সাম্রাজ্যরূপে, সিংহ-চিহ্নিত ব্রিটিশ রাজপতাকা তি হইয়া, ধরণী:পৃষ্ঠে বিরাজ করিতেছে, তাহার প্রথম বীজ, এই হগলীতেই