পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৬ কলিকাতা সেকালের ও একালের । মন্তব্যের নকল, তিনি মাগ্রাজে পাঠাইতেন ও মান্দ্রাজ হইতে তাহ বিলাজে কৰ্ত্তাদের নিকট পৌছিত। এজেন্ট বা সৰ্ব্বোচ্চ কৰ্ম্মচারীর বেতন বাৎসরিক দেড় হাজার টাকা ছিল । কিন্তু ১৬৮২ খ. অব্দে ইহা দুইশত পাউণ্ড বা আড়াই হাজার করিয়া দেওয়া হয়। ইহা ছাড়া কুঠার মধ্যে, মারচ্যাট ফ্যাক্টার, রাইটার, এপ্রেন্টিস প্রভৃতি নানা শ্রেণীর কৰ্ম্মচারী ছিল । রাইটারেরা বৎসরে দেড়শত টাকা পাইতেন। সেকালের আট-টাকার গোমস্তার বা নায়েবেরও দোল-দুর্গোৎসবের কথা শুনা গিয়াছে। মাহিনীর টাকার উপর ইহারা বড় একটা নির্ভর করিতেন না। নানারূপ বেনাম বাণিজ্যে, কোম্পানীর ছাড় ও নিশানের অন্যায় ব্যবহারে, ইষ্টাদের প্রচুর অর্থাগম হইত। কোম্পানী বাহাদুরের বেতনভোগী ভূত্য হইয়াও, ইহঁরা প্রভূর সর্বনাশ করিতেন । কোম্পানীর প্রত্যেক কৰ্ম্মচারীই বিনাব্যয়ে থাকিবার স্থান ও থাইবার খরচা পাইতেন। বিনাব্যয়ে আলো ও চাকর পাইতেন । থানা-গৃহে একটা প্রকাও টেবিল ছিল । আহারের ঘণ্ট হইবামাত্র, সকলে ঐ টেবিলের নিকট উপস্থিত হইয়া, স্ব স্ব পদ মর্য্যাদাতুসারে আসনগ্রহণ করিতেন। তখন ইংরাজগণ, দুইবারমাত্র খান ঋইতেন। ইহাই ডিনার ও সপার। যাহারা পরিবার লইয়া স্বতন্তু স্থানে থাকিতেন, কোম্পানী তাঁহাদের খোরাকীর জন্ত, ভীত বা ( Diet. money ) দিতেন । তাহারাও বিনা খরচায়, চাকর এবং রাত্রে জালাইবার জন্য মোমবাতি পাইত । ইংরাজের তখন এদেশের ভাষা জানিতেন না, অথচ দেশীয় ব্যবসায়ীদের সঙ্গেই তাহীদের সর্বদাই ক্রয়-বিক্রয়ে লিপ্ত থাকিতে হইত। এজন্য দেশীয় দালাল ভিন্ন, তাহীদের কাজ চলিত না । এই দেশীয় দালালের মাত্র গোটাকতক ইংরাজী শব্দ জানিত। তাহারই সাহায্যে, তাহারা মনোভাব প্রকাশ করিত এবং কাজকৰ্ম্মও চালাইয়া লইত। দালালের গ্রামে গ্রামে, নগরে নগরে ঘুরিয়া, ক্রয়ার্হ মালপত্র সন্ধান করিত, তাহার দর দস্তুর করিত এবং চালানীদ্রব্যে শতকরা তিন টাকা হিসাবে কমিশন পাইত । " কোম্পানীর কৰ্ম্মচারীদের সংযত রাখিবার জন্ত, নানাবিধ কঠোর বিধান প্রচলিত হইয়াছিল। ফ্যাক্টারীর মধ্যস্থ কোন কৰ্ম্মচারীরই কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ব্যতীত, বাহিরে রাত্রিযাপন করিতে পারিত না । *

  • Hedges Diary II First Bengal Chaplain pp. 3 and 5 ( India" Church Quarterly Review ) Ovington's Voyages to Surat &c.