পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ネ○え কলিকাতা সেকালের ও একালের দ্বারা ঈশ্বরের পবিত্র দিন অপবিত্র করিবে না। (৩) রাত্রে, কেহই ফ্যাক্টারী অথবা তাহদের সহরের আবাস) ছাড়িয়া, বাহিরে অন্য কোন স্থানে রাত্রি যাপন করিতে পারিবে না। ( s ) সকলেই পাদরাসাহেবের উপদেশে মনোযোগ প্রদান করিবেন। যিনি তাহ না করিবেন বা ভজনালয়ে প্রার্থনার সময় নিত্য উপস্থিত না হই বেন, তাহীকে অপরাধীরূপে বিচারাধীনে আনা হইবে। (৫) যদি কেহ রাত্রি নয়টার পর বাট হইতে বাহিরে থাকেন, তাহা হইলে তণহীকে দশ টাকা জরিমানা দিতে হইবে । (৬) যদি কেহ অযথা শপথ করেন, তাহা হইলে প্রত্যেক শপথের জন্য র্তাহীর নিকট হইতে বার পেনি জরিমানারূপে আদায় করা হইবে । ( ৭ ) মাতলামির প্রত্যেক অপরাধের জন্য, অপরাধীকে পাচ শিলি করিয়া জরিমান দিতে হইবে । (৮) লর্ডস দিনে, প্রার্থনাক্ষেত্রে অনুপস্থিত থাকিলে, এক শিলিং জরি, মান দিতে হইবে। (৯) যদি চাহিবামাত্র জরিমানার টাকা আদায় না হয়, তাহা হইলে অপরাধী ব্যক্তির অস্থাবর সম্পত্তি বিক্রয় দ্বারা তাহ আদায় করা হইবে। (১৯ ) প্রোটেষ্টাণ্ট খৃষ্টান মাত্রেই, প্রভাত ও সন্ধ্যার ভজন সময়ে নিয়মিতরূপে গির্জাগৃহে উপস্থিত থাকিবেন । অনুপস্থিতির সন্তোষজনক কারণ না দেখাইতে পারিলে, অপরাধীকে প্রত্যেক অপরাধের জন্ত ১২ পেনি জরিমানা দিতে হইবে। (১১) এই সমস্ত আদেশ বৎসরে দুইবার ফ্যাক্টারির কৰ্ম্মচারিগণকে পড়িয়া শুনান হইবে । (১২) একজন ফ্যাক্টর বা রাইটার এই সমস্ত জরিমান আদায়ের সেরেস্তা রাখিবেন। অপরাধী ফ্যাক্টার ও কৰ্ম্মচারিগণের নিকট হইতে সংগৃহীত জরিমানার টাকা, হুগলীর অধ্যক্ষের নিকট প্রেরিত হইবে। হুগলীর অধ্যক্ষ, তাহা মান্দ্রাজে পাঠাইয়া দিবেন। তাহার হাত দিয়া সেই অর্থ, দরিদ্রদের মধ্যে বিতরিত হইবে। “উল্লিখিত বিধানগুলি যথাযথ ভাবে পালিত হইলে, ফ্যাক্টারির কৰ্ম্মচারি গণের যথেষ্ট নৈতিক উন্নতি সাধিত হইতে পারে। এই উন্নতির ফলে ভারতে ইংরাজের জাতীয় গৌরব, র্তাহীদের অন্নদাতা কোম্পানীর নামও গৌরবান্বিত হইবে । কিন্তু এই কঠোর বিধান' প্রচলনের ফলেও, যদি