পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৪ কলিকাতা সেকালের ও একালের । করিতে লাগিলেন। ইহাতে ষ্ট্রেনসাম মাষ্টার, বড়ষ্ট বিরক্ত হইয়। চাণকক্ষে লিখিলেন—“আপনার এই অবাধ্যতায় আমি বড় অসন্তুষ্ট হইয়াছি । ইহা কোম্পানীরও কার্য্যক্ষতি হইয়াছে। আমি আপনাকে কাশিমবাজী হইতে হুগলীতে বদলী করিলাম।” নানাকারণে চাৰ্শক তখন হুগলীতে আসিলেন না। এদিকে ষ্ট্রেনসা মাষ্টর যে পাঁচ বৎসরের জন্য কোম্পানীর এজেণ্ট ও ফোর্ট সেন্টজজ্ঞের গবর্ণর হইয়াছিলেন, তাহাও শেষ হইয়া গেল । কোম্পানী কতকগুলি কারণে ষ্ট্রেনসামকে কৰ্ম্মচুত করিলেন। উইলিয়ম গিফোর্ড, তাহার স্থানে ফোর্টসেণ্টজর্জের বা মান্ত্রীজের গবর্ণর নিযুক্ত হইলেন । এদিকে বঙ্গের ও উড়িষ্যার উপকূলবৰ্ত্তী বাণিজ্য-ব্যাপার সম্বন্ধেও আমূল পরিবর্তন সাধিত হইল । বাঙ্গলার কুঠী সমূহকে, মাগ্রাজের অধীনতা হইতে বিমুক্ত করিয়া দেওয়া হইল । কোম্পানীর বাঙ্গলীর কুঠীগুলির উপর সৰ্ব্বময় কর্তৃত্ব করিবার জন্য, মান্দ্রাজের প্রথানুসারে একজন এজেণ্ট বা গবর্ণর সৰ্ব্বপ্রথম নিযুক্ত হইলেন। উইলিয়ম হেজেস, এই নবনিৰ্ব্বাচিত গবর্ণর। ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানী, চাট"ার-প্রাপ্ত ও ইংলণ্ডেশ্বরের অনুমোদিত কোম্পানী । কিন্তু স্বাধীন দেশ, কৰ্ম্মভূমির প্রশস্ত ক্ষেত্র ইংলণ্ডে, উদ্যমশীল লোকেরও অভাব ছিল না । ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানী বাণিজ্য ব্যবসা করিয়া বেশ দুপয়স। উপায় করিতেছেন দেখিয়া, অনেক ভাগ্য-পরীক্ষার্থী ইংলণ্ডেশ্বরের রাজসনন্দ না লইয়া, এদেশে গুপ্তভাবে বাণিজ্য করিতে আসে। ইহার এদেশে আসিয়া, নানা উপায়ে অর্থ ও উৎকোচদানে কোম্পানীর কৰ্ম্মচারীদের নিকট হইতে ছাড় ও নিশান সংগ্ৰহ করিয়া, বাণিজ্য দ্বারা বেশ লাভবান হইতেছিল। ক্রমে ইহাদের প্রভাব এত বাড়িয়া উঠে, যে বিলাতের কৰ্ত্তারা তাহাতে শঙ্কিত হইয়া উঠেন এবং ইহাদের উচ্ছেদের জন্ত বদ্ধপরিকর হন। ইহারাই ইতিহাসে “ইণ্টারলোপ্রাস”-বলিয়Lপরিচিত। এই ইন্টার-লোপারদের অগ্রণী ছিলেন–পিট। পিটের মত জন ডানপিটে লোক বোধ হয়, বাঙ্গলায় তখন ছিল না। পিট তাহার সহযোগ দের সহিত ব্যবসা চালাইত। সে সময়ে ভাড়াটিয়া জাহাজের অভাব ছিল না। অর্থ দিলেই পটুগীজ, দিনেমার ও ডচেদের জাহাজ ভাড়া offs; ষাইত। পরিশেষে এই পিট এত বৰ্দ্ধিতপ্রতাপ হইয়া পড়ে, যে সে ভুল সওদাগরদিগের সহায়তায়, এক নূতন ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানী গঠন কবি" উদ্যোগী হয় । o