পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়। ২৩৭ Tলাট-কুমার সাহমুজার নিকট হইতে কোম্পানী যে ফরমান বা বাণিজ্যস্বত্ব লাভ করেন, তাহাতে বঙ্গের বাণিজ্যসম্বন্ধে তাহীদের অবাধ বাধীনতা ছিল । ইহার উপর নবাব সায়েস্তাখণর হুকুমনামাও বঙ্গদেশীয় বাণিজ্যের উন্নতির উত্তরসাধক হইয়াছিল। ১৬৭৭ খ্ৰীঃঅন্ধে নবাৰ সায়েস্তাখা বাদল ত্যাগ করেন। ফেদাই খণ তাহার স্থানে গবর্ণর নিযুক্ত হন। ফেদাই ন, নবাব সায়েস্তার্থীর বিধান অমান্য করিয়া, স্বাধীনভাবে কাজ করিতে লাগিলেন । ইংরাজদের পরম সৌভাগ্য, পর বৎসর ঢাকায় ফেদাইখণর তৃ হয় ও তাহার স্থানে সাহজাদা মহম্মদ আজাম নিযুক্ত হন। এই সময়ে ভিনসেন্ট হুগলীর কুঠীর অধ্যক্ষ । ভিনসেন্ট পুনয়ায় চেষ্টা করিয়া রাজকুমারের নিকট হইতে নুতনভাবে বাণিজ্য সম্বন্ধীয় স্বাধীনতা লাভ করেন । ( ১৬৭৮ )* মোগল শাসনকৰ্ত্তাদের নিকট এইরূপ সনন্দ আনাইতে হুইলে, প্রতিবারে নজরানা ও উৎকোচ প্রভৃতিতে অনেক খরচপত্র হইত । প্রতিবার প্রত্যেক নূতন শাসনকৰ্ত্তার নিকট হইতে প্রচুর অর্থদানে, নূতন সনদলাভ করিতে, কোম্পানী আদৌ ইচ্ছক ছিলেন না । ইহাতে তাহদের যথেষ্ট ক্ষতি হইতে লাগিল । এই জন্ত তাহীদের আদেশে, বাঙ্গলার অধ্যক্ষেরণ থোদ সম্রাট ঔরঙ্গজেবের নিকট হইতে অনুমতি-পত্ৰ আনিতে আদিষ্ট হইলেন । নবাব সায়েস্তা খ। যখন বাঙ্গল হইতে অবসর লইয়া দিল্লীতে ফিরিয়া যান, তখন একজন ইংরাজ-প্রতিনিধি র্তাহার অতুবৰ্ত্তী হইল । ১৬৮০ খ্ৰী: অব্দে ইংরাজদের মনোবাঞ্ছা পূর্ণ হইল। তাহারা সম্রাট ঔরঙ্গজেবের নিকট হইতে নূতন ফরমান লাভ করিলেন । এই সংবাদ হুগলিতে পৌছিবামাত্র ভারি ধূম পড়িয়া গেল। সম্রাটের ফরমানে লিখিত ছিল— ঈশ্বরের নাম জয়যুক্ত হউক । সুরাটের বর্তমান ও ভবিষ্যৎ কৰ্ম্মচারী যাহারা সম্রাটের অনুগ্রহভাজন হইতে ইচ্ছুক, তাহদের প্রতি এই আদেশ হইল, যে ইংরাজ কোম্পানী এপয্যন্ত শতকরা দুই টাকা হিসালে তাহীদের বাণিজ্যদ্রব্যের উপর শুষ্ক দিয়া আসিতেছেন। এখন হইতে আদেশ হইল, তাহার উপর শতকরা দেড় টাকা হারে "জিঞ্জিয়া" শুষ্ক আদায় করা হইবে । এতদ্বার। আদেশ করা যাইতেছে,এসকলস্থানে শওয়ালের প্রথম দিবস হইতে আমাদের রাজত্বের এই ত্রয়োবিংশতি বৎসরে, ঐ সকল লোক, শুষ্ক হিসাবে শতকরা সাড়ে তিন টাক। ভবিষ্যতে কর দিতে বাধ্য রহিল। অন্য সকল স্থানে এই জন্য তাহাদিগকে যেন উত্তাক্ত না করা হয়। রাহাদারী, পেশকাস, ফরমায়েস প্রভৃতি আদায় করা আমার আদেশে রহিত হইল । কেহই এ সম্বন্ধে কোন কিছু বাজে আদায় করিতে পরিবে না। তারিখ ২৩এ সফর। রাজত্বের ২৩ বৎসরে লিখিত '.

  • Stewart's Bengal PP ioo-,,