পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8이 কলিকাতা সেকালের ও একালের। বিশেষ ফল দেখিতে পাইলেন না। ঢাকা হইতে ফিরিয়া আসিয়া, তিনি তাহার ভ্রম বুঝিতে পারিলেন। অত অর্থব্যয় ও পরিশ্রম করিয়া এবং বিপদ মাথায় লইয়া ঢাকায় গিয়া সম্রাটের প্রতিনিধি নবাব সায়েস্তা-খার সহিত সাক্ষাত করিয়া, কোন ফলই হইল না দেখিয়া, তিনি বড়ই বুকভাঙ্গ হইয়া পড়িলেন। তিনি দেখিলেন,সায়েস্তার্থীর অমুকুল আদেশস্বত্ত্বেও সম্রাটের কৰ্ম্মচারীরা, কোম্পানীর কৰ্ম্মচারীদের সহিত পূৰ্ব্ববৎ বিবাদ-বিসম্বাদ করি। তেছে। এত ব্যাপারের পরও সেই উপদ্রব, সেই অত্যাচার—সেই অশান্ত্রি। বালচন্দ্র, প্রকাশ্যভাবে কোন উৎপাত না করিলেও, তাহার অধীনস্থ কৰ্ম্মচারী পরমেশ্বর দাসকে ভিতরে ভিতরে টিপিয়া দিলেন। পরমেশ্বর দাস, প্রভুর প্রীতিসম্পাদন জন্য কোম্পানীর বাণিজ্য-দ্রব্যবাহী নৌকাগুলি আটক করিতে লাগিল । নৌকা হইতে ইংরাজ কোম্পানীর মালামাল জোর করিয়া উঠাইয়া লইতে লাগিল। তখন হেজেস, স্পষ্ট বুঝিলেন, পূৰ্ব্ববং উৎকোচ প্রদান ভিন্ন, মোগল-কৰ্ম্মচারীদের অত্যাচার প্রতিকারের আর কোন উপায়ই নাই। যথা পূৰ্ব্বং—তথা পরং । বাহিরের শক্রর ত এই অবস্থা ইহার উপর হেজেস, কয়েকদিন হুগলীতে থাকিয়া বুঝিলেন, কুঠার ইংরাজ কৰ্ম্মচারীরা অতি অসংযত ও অবাধ্য। প্রধান কুঠীর অধীনস্থ অন্যান্য বাণিজ্য কুঠার অবস্থাও এইরূপ বিশৃঙ্খল। হেজেস, মনে মনে মতলব স্থির করিলেন, ঘরের শত্রু দমন ন হইলে, বহিঃশত্রুর তিনি কিছুই করিতে পরিবেন না। ইহার পর গবর্ণর হেজেস, কি করিলেন, পরের পরিচ্ছেদে পাঠক তাহ দেখিতে পাইবেন।