পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 83. কলিকাতা সেকালের ও একালের ।

  • . * -

মহাভ্রমে পড়লেন । , * 。 এই মূ নীলঙ্গ বা কাউন্সিলের মধ্যে, উইলিয়াম জনসন বলিয়া এক অপরিণত বয়স্ক যুবক ছিলেন । হেঙ্গেস, এই যুবককে বড়ই স্নেহ করি, তেন । এই যুবক জনসঙ্গের উপর, তাহার খুব বিশ্বাস । কোম্পানীয় অন্যান্ত কৰ্ম্মচারীদের তিনি সন্দেহের চক্ষে দেখিতেন। কাজেই তাছামু প্রিয়পাত্র জনসনকে, তাহদের বিরুদ্ধে গোয়েন্দারূপে নিযুক্ত করেন। জনসন—এই নূতন চাকরী পাইয়া, অঙ্গন্ত সদস্তগণের ছিদ্রান্বেষণে নিযুক্ত রছিলেন। অনেকের অনেক গুহকথা, হেজেসের কাণে তুলিয়। তাছার কাণ-ভারি করিতে লাগিলেন । একদিন জনসন, কৌন্সিলের অন্যতম সদস্ত জন বেয়ার্ডের একখানি গুপ্ত-চিঠির সন্ধান হেজেসকে বলিয়া দেন । এই চিঠিখানি হেজেসের বিরুদ্ধে অভিযোগ পূর্ণ। বেয়ার্ড, এই চিঠিখানি হেজেসকে না জানাইয়া, গোপনে বিলাতের কৰ্ত্তাদের নিকট পাঠাইতেছিলেন। গোয়েন্দা জনসন, এই চিঠিখনি সংগ্ৰহ করিয়া, হেজেসকে পড়িতে দেন । হেজেল সে চিঠি খানি পড়িয়া ক্রোধে অগ্নিশৰ্ম্ম হইয়া উঠিলেন এবং সেই পত্র খানি বিলাতে না পাঠাইয়া, নিজের কাছে রাখিলেন । এই পত্রে বেয়ার্ড তাহার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করিয়াছিলেন, তাহার যথার্থতা প্রমাণু করাইবার জন্য বড়ই ব্যস্ত হইয়া উঠিলেন। মন্ত্ৰীসভার সম্মুখে প্রকাশ্নভাবে, বেয়ার্ডকে অভিযুক্ত করিবার জন্তু, হেজেস, হুগলীতে আসিলেন । কিন্তু কাৰ্য্যকালে তাহার সাহসে কুলাইল না। তিনি বেয়ার্ডের কিছু করিতে না পারিয়া, কাউন্সিলের অন্যতম সদস্ত, ফ্রান্সিস, এলিসের উপর পড়িলেন। একজন গোয়েন্দা সংবাদ দিল, এলিদ সাহেব চারি হাজার টাকা ঘুষ লইয়া কোম্পানীর গুদামের কতক মাল সরাইয়া দিয়াছেন। এলিসের বিরুদ্ধে প্রমাণও অনেক পাওয়া গেল। এলিস, স্বমুখে নয়শত টাকা ঘুষের কথা স্বীকার পর্য্যন্ত করিলেন। অনেক এদেশী মহাজন এলিসের শত্রু ছিল, তাহারাও স্বযোগ বুকি এলিসের অপরাধ প্রমাণের সহায়তা করিল। ইহার ফল এই হইল, ৰে এলিসের চাকরীটি গেল । বিলাতের কর্তারা হেজেসের হস্তে বাই” ও বরতরকের ক্ষমতা দিয়াছিলেন। হেজেস, এলিসকে কৰ্পচ্যুত করিলে ' * Hedges Diary. ii. 18-19. 43-44. করিয়াছেন।--হেজেস এই অবস্থাভিঙ্গ জব চার্থককে সন্দেহ করিয়া; এই