পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ9も কলিকতা পেকালের ও একালের বিলাত হইতে কোম্পানী কর্তৃক এই কর্শ্বে বাহাল হইয়াছি। ওঁহিh কোল ক্ষমতাই নাই—যে আমাকে কাৰ্য্যক্ষেত্র হইতে খপসারিত করিড়ে পারেন ।” - & হেজেস, ওয়াটসনের এই অস্বাভাবিক স্পৰ্ব সদ্ধ করিষ্ঠে মা পারিয়া তাহাকে সস পেও করিলেন। ইতিপূৰ্ব্বে ইলিস ও কর্ণচ্যুত হইয়াছিলেন। হেজেসের সর্বাপেক্ষা প্রবল শক্র হইলেন–জব চার্ণক। তিনি প্রকাশ্যভাবে সকলের সাক্ষাতে বলিতে লাগিলেন—“হেজেসের দিন ফুরাইয়াছে। কোম্পানী তাহাকে শীঘ্ৰ জবাব দিবেন।” মোট কথা এই, একদিকে জন চার্ণক ও র্তাহার বন্ধুগণ এবং অন্যদিকে এক হেজেস, । হেজেস, নিজের বুদ্ধির দোষে শত্রু সংখ্যা বৃদ্ধি করিলেন মাত্র। এজেন্ট বা প্রধান হইয়াe তিনি তঁহীর অধীনস্থদিগের উপর সর্বময় কর্তৃত্ব হীরাইলেন। জব চার্ণক যাহা বলিয়াছিলেন, তাহাই পরিণামে সত্য হইল। ১৬৮৪ং: অক্টের ১৭ই জুলাই টমাস” নামক একখানি জাহাজ মাত্রাঙ্গ হইতে আসিয়া পৌছে। এই জাহাজের অব্যক্ষু হে_সাহেব, হেজেসকে জানাইলেন, "কোম্পানী অপৰাকে পদচ্যুত করিয়াছেন। বেয়ার্ড সাহেব বাঙ্গালার এজেন্ট নিযুক্ত হইয়াছেন। গিফোর্ড করমণ্ডল উপকুল ও বঙ্গদেশের প্রেসিডেন্ট নিযুক্ত হইয়াছেন।” হেজেস এ হুকুম প্রাপ্তে পদত্যাগ করিলেন এবং কোম্পানীর বঙ্গীয় বাণিজ্য কুঠীগুলি পুনরায় পূৰ্ব্ববৎ মাগ্রাজের কৰ্ত্তাদের অধীন হইয় তাহাদের স্বাধীনতা হারাইল । জুলাই এর মধ্যভাগে, হেজেল বিলাতের কৰ্ত্তাদের নিকট পদচুতি পত্র প্রাপ্ত হন এবং নূতন প্রেসিডেন্ট গিফোর্ড সাহেবও হুগলীতে উপস্থিত হয়েন । গিফোর্ড হুগলীতে পৌছিবার অর্জঘন্টা পরেই, কেন্সিলের সদস্যগণকে আহবান করিলেন। র্তাহার সেক্রেটারী, সৰ্ব্বসমক্ষে কোম্পানীর শীলমোহর যুক্ত কমিশন বা র্তাহীর নিয়োগপত্র পাঠ করিলেন । হেঞ্জেস্—কাৰ্য্যক্ষম ও শক্তিমান পুরুষ ছিলেন বটে, কিন্তু তিনি বড়ই দুৰ্ব্বল চিত্ত বলিয়া, তাহার অভিন্সিত কাৰ্য্যগুলি সম্পন্ন করিতে পারেন নাই। অন্যপক্ষে গিফোর্ডের অন্ত কোন বিশেষ গুণ থাক আর নাই থাকঅপরের কৃতকাৰ্য্যগুলি নষ্ট করিতে তিনি খুব মজবুত ছিলেন। কাজেই গিফোর্ড, বাজলার ফ্যাক্টরীতে আসিয়া নানা বিশৃঙ্খলা ও গোলযোগ বাধী ইয়া দিলেন। বঙ্গদেশের বাণিজ্যাগার গুলিকে একটা বিশৃঙ্খলতার মধ্যে ফেলিয়া তিনি মাত্রণজে চলিয়া যান । -