পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৱম অধ্যায় . :8ዳ অগত্যা বেয়ার্ড বদদেশীয় বাণিজ্যাগপর সমূহের কর্তারূপে প্রতিষ্ঠিত হইnর, কিন্তু তিনি বড়ই দুৰ্ব্বলচিত্ত এজঙ্গ কাজকর্শের মধ্যে কোনরূপ শৃঙ্খল নিতে পারিলেন না । দেশীয় শাসনকৰ্ত্তাদের সহিত-নানীবিষয়ে গুলিযোগ উপস্থিত করিলেন। শেষ সকল দিক সামলাইতে গিয়া, অতিরিক্ত ;g ও পরিশ্রমের ফলে পীড়িত হইয় পড়িলেন । পরিশেষে —মৃত্যু তাম্বার কল যন্ত্রণ। শেষ করিল। হুগলীতে র্তাহার দেহ সমাধিস্থ হইল । হেজেসের রোজনামচায়, সেই সময়ের ইতিবৃত্ত অতি বিস্তৃতভাবে লিপিদ্ধি হইয়াছে। এইজন্তই আমির। হেজেস সম্বন্ধে এতকথা বলিলাম। অপরস্তু প্রকারান্তরে, তিনি এদেশে ইংরাজ জাতির শক্তি প্রতিষ্ঠার বীজ অঙ্কল্পিত rরির গিয়াছে । কেন তাহা সংক্ষেপে বুঝাইতে চেষ্টা করিব । বিলাত হইতে র্যাহারা ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর বাণিজ্যাগার সমূহ পরিচালনার জন্য “এজেন্ট” বা কৰ্ত্ত হইয়া আসিতেন, ভাঙ্গর প্রকৃতপক্ষে কোম্পানীর প্রতিনিধি-সওদাগর বা মালামাল আমদানী-রপ্তানীর বড়কর্তা । ছেজেদও তাই ছিলেন। তিনি বঙ্গদেশে আসিয়া বুঝিলেন, ইংরাজ কোম্পানী বা অন্ত কোন ইউরোপীয় কোম্পানী, যাহারা বাণিজ্যার্থে এদেশে আসিয়াছে, তাহার। ধরিতে গেলে মোগল-বাদসাহের প্রজ। ভারতের নানা উপকুলে, বন্দরে বা মধ্যৰৰ্ত্তী ভূভাগে, বাণিজ্য করিবার স্বত্ব - এই মোগল রাজকর্ণচারীদের নিকটই লইতে হইয়াছিল। কিন্তু স্থানীয় মোগল রাজকৰ্ম্মচারীর উৎকোচপরায়ণ বলিয়াই হউক, বা পদমর্য্যাদাজনিষ্ঠ আত্ম ক্ষরিতীবশেই হউক, অনেক সময়ে বাদলাহী ছাড়ের স্বত্বগুলি আমলে আনিতেন না বা অপরকে আনিতে দিতেন না। এই সমস্ত ব্যাপার লইয়া, ইংরাজ কোম্পানীকে মোগলের প্রতিনিধি শাসনকৰ্ত্তাদের নিকট অনেক দরবার করিতে হইয়াছে, অনেক উৎপীড়ন সহ্য করিতে হইয়াছে, অনেক উৎকোচ প্রদান করিতে হইয়াছে। এই সমস্ত বিদেশীয় ৰশিক সম্প্রদায়, যদি, মােগলের অতটা মুখাপেক্ষী না হইয়া, বাহুবল দ্বারা আত্মশক্তি রক্ষা করিতে সমর্থ হয়—তাহা হইলে বোধ হয় মুফল ফলিতে পারে—মোগল-শাসনকৰ্ত্তারাও ভয় পাইতে পারেম—এই কল্পনা হেজেসের মনেই প্রথম উদিত |ষ্টয়। ইহা কার্য্যে পরিণত করিবার জন্ত, তিনি সাগরদ্বীপে একটী কেল্লা বিীর মতলব করেন । কিন্তু বিলাতের কর্ভার বহু ব্যয় স্বাধ্য ব্যাপার , হেজেসের কথায় ততট। মনোযোগ প্রদান করেন নাই । ছেজেসের |* কল্পনাই, ভবিষ্যতে কলকাতায় পুরাতন ফোট-উইলিয়ম দুর্গের প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষ্য । -