পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় । ૨&હ) চাকি বহুদিন এদেশে বাস করিয়াছিলেন । দেশের লোকের আচার বিহার, স্বভাব চরিত্র তিনি উত্তমরূপে পৰ্য্যবেক্ষণ করিয়াছিলেন। বঙ্গদেশ তাহার অধিবাসীদের সম্বন্ধে, তাহার যথেষ্ট অভিজ্ঞতা হইয়াছিল । মোগল প্রাট তখন বঙ্গদেশের শাসনকৰ্ত্তা । সম্রাট দিল্লী ও আগরায় থাকেন, iহার অধীনস্থ রাজপ্রতিনিধি সুবেদার,ফৌজদার প্রভৃতি কৰ্ম্মচারিগণই সুদূর ই-বিভাগ সমূহের হর্তা-কৰ্ত্ত-বিধাতা । এই শাসক-সম্প্রদায়ের রীতিhতি, শাসন-কৌশল—চার্ণক বিশেষ মনোযোগের সহিত পৰ্য্যবেক্ষণ রিয়াছিলেন । বিলাতের কৰ্ত্তারাও, তাহার উপর অগাধ বিশ্বাস করিতেন । * চার্শকের শি ছিল, যে বঙ্গের বাণিজ্য কুঠীগুলি ভবিষ্যতে আবার মান্দ্রাজের অধীবিমুক্ত হইবে, তিনিই বঙ্গের সর্বময় কৰ্ত্ত হইবেন । কিন্তু তাহার এ শ। অনেক বিলম্বে পূর্ণ হইয়াছিল। চার্ণক প্রথমে কাশিমবাজার কুঠার কৰ্ত্ত হন। হুগলীর কুঠাই তখন - প্রধান কুঠা। কিন্তু বিলাতের প্রভুদের মিষ্টবাক্যে মোহিত হইয়া, আশায় বুক বাধিয়া, তিনি কাশিমবাজারেই থাকেন। হুগলী হইতে নদীপথে কাশিম বাজার দুই দিনের পথ। কশিমবাজারের সান্নিধ্যেই বর্তমান মুরশীদাবাদ । ङेन মুরশীদাবাদেই মোগল শাসনকৰ্ত্ত থাকিতেন। নবাব সায়েস্তার্থীর নাম ভারত ইতিহাসে, বিশেষ প্রসিদ্ধ। এই সায়েস্তার্থ, পঁচিশ বৎসর কাল বঙ্গদেশে মোগল-সম্রাটের প্রতিনিধি স্বরূপে, দণ্ডমুণ্ডের কৰ্ত্তারূপে বিরাজ করিয়াছিলেন। ইংরাজদিগের উপর তাহার কোনরূপ মায়া-মমতা ছিল না । তিনি সুযোগ পাইলেই, তাহদের নানা অছিলায় পীড়ন করিতেন । নবাব সায়েস্তাখা— দিল্লীর সম্রাট-বংশের সহিত ঘনিষ্ট সম্বন্ধে আবদ্ধ। সম্রাট ঔরঙ্গজেব, র্তাহাকে অসীম ক্ষমতা দিয়া, বাঙ্গলায় পাঠাইয়া দেন ও নিজে দাক্ষিণাত্যে মহারাষ্ট্রশক্তির সহিত যুদ্ধ-ব্যাপারে লিপ্ত হন । কাজেই এই অমিত প্রতাপশালী নবাব যাহা করিতেন, তাহাতে কথা কহিবার আর কেহই ছিল না। {

  • কোট অব ডিরেক্টরদের অনেক বিলাতী চিঠিপত্রে, তাহারা চার্শককে “our old and good servant Mr. Job charnock" TferTl GLHR FfKVl sišftER 1
  • নবাব সায়েন্ত খ৷ দুইবার বঙ্গদেশে সম্রাটের প্রতিনিধিরূপে শাসন কর্তৃত্ব পা ইত করেন। ইত মাদ উল্লেীল গিয়াসবগে, সাম্রাজ্ঞী নুরজাহানের পিতা আসফ খণ eBBBSBB BBBBS BBB BSBBBBBB BB B BBB BBBBBBB BBS