পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R&bᎮ কলিকাতা সেকালের ও একালের । ইরাজেরা এইবার মহাবিপদে পড়িলেন। দুর্গমধ্যস্থ সেনাদল-গঞ্জ রূপে বিশৃঙ্খল হইয়া পড়িয়াছে। দলের অৰ্দ্ধেক সেন, পীড়িত ও রোগাছ অতি দুৰ্ব্বল। ২৮এ মের সন্ধ্যাকালে, সাতশত মোগল অশ্বারো ও দুইশত গোলন্দাজ, হিজলী সহর হইতে মহোৎসাহে রসুলপুরের মোহান পার হইলণ হিজলী নগর হইতে এই স্থান দেড় ক্রোশ। ইংরাজের হিজলী দুর্গমধ্যে। এ নূতন বিপত্তি-সংবাদ তাহদের নিকট পৌছিজে না পৌছিতে, আবদুল সামেদের সেনাগণ, নগর লুঠপাঠ করিতে আরম্ভ করিল। স্থানে স্থানে আগুন ধরাইয়া দিল। এই সময়ে মোগলদের নিষ্ঠুরতা ও পাশবিক উত্তেজনা অবর্ণনীয়। উন্মত্ত মোগল সেনাগণ, একজন পীড়িত ইং. রাজ সেনাপতিকে শায়িতাবস্থাতেই শতখণ্ডে তরবারি দ্বারা বিভক্ত করিল। তাহার পত্নী ও পুত্রকে বন্দী করিল। যে আস্তাবলে ইংরাজদের অশ্ব ছিল, তাহা মোগলপক্ষের হস্তগত হইল । চার্ণক যে চারিট হস্তী ইতিপূৰ্ব্বে মোগল জাহাজ লুণ্ঠন দ্বারা হস্তগত করিয়াছিলেন, তাহ আবার মোগলের হাতে পড়িল । সন্ধ্যা অবধি এইভাবে যুদ্ধ চলিল বটে, কিন্তু মোগল-সেনা দুর্গ মধ্যে প্রবেশ করিতে পারিল না । চাণকের অবস্থা এখন বড়ই শোচনীয় । প্রায় দুইশত লোক, জরে ও ম্যালেরিয়ায় মৃত্যুমুখে পতিত হইয়াছে। র্তাহার অধীনস্থ একশত সেনা রোগে জর্জরিত ও শীর্ণকায় । এ ক্ষেত্রে একমাত্র উপায়, বহির্দেশ হইতে কোনরূপ সাহায্যলাভ। যদি কোন ইংরাজ-জাহাজ সহসা সমুদ্র হইতে আসিয়া পড়ে, তাহা হইলেই রক্ষা । কিন্তু এরূপ সাহায্য, ভগবানের রূপা ভিন্ন হইতে পারে না । চার্ণক একটা বুদ্ধির কাজ করিয়াছিলেন—যে নদীর মোহনার যে অংশ সমুদ্রের দিকে গিয়াছে—সেই স্থানে একটা বাষ্ঠী দখল করিয়া, তিনি তথায় দুইটী তোপ রাখিয়াছিলেন । মোগল সৈন্য এই তোপের জন্তই এদিকে আসিতে পারে নাই। এই পথটা মুরক্ষিত দেখিয়া চার্ণক, কোম্পানীর মূল্যবান জিনিষপত্রগুলি জাহাজে তুলিয়া দিতে সক্ষম হইলেন । । - কিন্তু ভগবান ইংরাজের সহায় । এই সময়ে কাপ্তেন ডেনহাশের অধীনে একখানি নুতন জাহাজ বিলাত হইতে সমুদ্র-মুখে উপস্থিত হই এই জাহাজে. স্তর জন লোক ছিল। চাণক তাঁহাদের দুর্গ মধ্যে আনিলেন । - - সমরস্রোত সহসা অন্যদিকে ফিরিল। এই সাহায্য উপস্থিত হওয়া,