পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● কলিকাতা সেকালের ও একালের । জুন মাসে চাণক হিজলী ত্যাগ করেন। জুলাই আগষ্ট পৰ্য্যস্ত, উছাড় নবাবের আদেশ অপেক্ষায়, উলুবেড়িয়ায় থাকিতে হয়। • ১৬ ই זידי তারিখে নবাবের নিকট হইতে শেষ আদেশ আসে। এ অনুমতি পত্রে নাম ইংরাজদিগকে যথেষ্ট তিরস্কার করিয়া বলেন—“তোমরা উলুবেড়িয়াতেই থাক, হুগলী ও উলুবেড়িয়ায় বাণিজ্য ব্যবসায় চালাও, টাকশাল নিৰ্মাণ ও ক্ষতিপূরণ বাবৎ তোমরা যাহা চাহিয়াছ, তৎসম্বন্ধে এখন কিছুই নিৰ্দ্ধারিত বলিতে পারি না। সম্রাটের নিকট এ সম্বন্ধে আরজী গিয়াছে। তাহার জবাব আসিলে—যাহা হয় হইবে।* এই হুকুমপত্র পাইয়াই চার্ণক অতিশয় ক্রুদ্ধ হইয়া, তাহা নবাব সাহেবের নিকট ফেরত পাঠাইলেন। সেপ্টেম্বর মাসে পুনরায় এক নূতন আদেশপত্র আসিল । এই আদেশ পত্রাঙ্গুযায়ী কাজ করা, চার্ণক যুক্তিসিদ্ধ বলিয়া মনে করিলেন না। উলুবেড়িয়ায় থাকিলে, ইংরাজের বঙ্গের আভ্যন্তরীণ বাণিজ্যের যথেষ্ট ক্ষতি, আর হুগলীতে প্রত্যাবৰ্ত্তন করিলে আবার সিংহের গহবরে পুনঃ প্রবেশ করিতে হইবে । চার্ণক মহা সমস্যায় পড়িয়া, গয়ংগচ্ছভাবে—পুনরায় স্বতলুটাতে আসিয়া উপস্থিত হইলেন। পাঠক ! এই প্রাসাদময়ী ইংরাজ রাজধানী কলিকাতার প্রাণ-প্রতিষ্ঠাকারী জব চার্ণকের ভাগ্য বিড়ম্বন একবার ভাবিয়া দেখুন । বিলাতের কর্তাদের নিকট যখন হিজলীর ঘটনা পৌছিল—তখন তাহারা চার্ণককে পুরস্কারের পরিবর্তে তিরস্কার করিয়া পাঠাইলেন। তাহারা লিখিলেন—“তুমি যাহা কিছু করিয়াছ, তাহাতে তোমার অসহিষ্ণুতা ও নিৰ্ব্ব,দ্ধিতাই প্রকাশ পাইয়াছে। হুগলীতে মোগল-পক্ষের সহিত বিবাদ বাধাইয়া হিজলীতে না আসিয়া, যদি

  • নবাব সায়েস্তা খার এই ২১শে জুলায়ের ( ১৬৮৭ ) পরোয়াম, হেজেস ডাইরীতে উদ্ধৃত হইয়াছে। আমরা সেই সময়ের ইংরাজীর নমুনা সমেত পত্ৰখানির একাংশ উদ্ধৃত

করিলাম । Consider yourselfe what manner of Evill has been enacted by you, and those rash fights made with the King's forces and with myself, and fired 3oo Cannon Shott and plundered and took prizes the shippes of Moors and afflicted God's people, If the matter should fully in evo particular be made known to the King ( Aurangzeb. ) the Offense in * wise would be forgiven—but an aged and merciful Viceroy will mot exact punishment. (Hedges Diary. 11. 7o. 71. Sir William Hun" British India vঞ্জ . ) পাঠক এই তিরস্কার পূর্ণভাষা দেখিয়া বুঝিবেন, সেকালে মেথি তুবাদারেরা এই ভাবেই ইংরাজশক্তিকে উপেক্ষার চক্ষে দেখিতেন। আর আজ ভাগ " বর্তনে সেই মোগলশক্তি শতধ বিচূর্ণিত ও ইংরাজ এই বিশাল ভারতের রাজরাজ্যেধর ।