পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় ২৭১ সরাসর আমাদের প্রেরিত সেনগসমেত চট্টগ্রামে যাইতে, আমাদের আদেশ অক্ষরে অক্ষরে প্রতিপালন করিতে, তাহ হইলে আমাদের এত ক্ষতি হইত ম। চট্টগ্রাম দখল হইলেই, মোগল-শাসনকৰ্ত্তায় ভয় পাইয়া, আমাদের প্রার্থিত স্বত্বগুলি বিনা বাক্যব্যয়ে দান করিতেন। অতএব এজন্য যাহা কিছু ঘটিয়াছে, তাহা তোমার দোষে হইল। যে বিধাতা ইংরাজদের প্রত্যেক বিপদ হইতেই রক্ষা করিতেছেন, তিনিই এযাত্রা আমাদের রক্ষণ করিয়াছেন।* সুতালুটার জঙ্গলময় অস্বাস্থ্যকর স্থানে আসিয়া, চার্ণক কোন সুবিধাই বুঝিতে পারিলেন না । সুদীর্ঘ ৩৪ বৎসর কাল তিনি কোম্পানীর অধীনে চাকরী করিয়াছেন । তখনকার চাকরী, এখনকার মত সুখের ছিল না । তখন বঙ্গদেশে দীর্ঘকাল থাকিলেই ইংরাজদের স্বাস্থ্য নষ্ট হইত। এরূপ অবস্থা স্বত্বেও স্বতালুটাতে আসিয়া কয়েকখানি চালাঘর তুলিয়া, তিনি কেম্পনীর কৰ্ম্মচারীদের জন্য একটু আশ্রয় স্থান করিলেন। নবাব সায়েস্তা-খণর সহিত পুনরায় লেখালেখি আরম্ভ হইল * চার্ণক মুতালুটাতে আসিয়া অসংখ্য অসুবিধার মধ্যেও, যেন একটু সুবিধা বোধ করিলেন । তিনি যাহা করিয়াছিলেন, তাহ সহদেশুে—প্রভুদিগের স্বার্থ রক্ষার্থেই করিয়াছিলেন । কিন্তু তাহার ভাগ্যফল এরূপ, যে তিনি একদিকে নবাব সায়েস্তা-খার ও অন্যদিকে তাহার নিয়োগকৰ্ত্তা প্রভুদিগের অর্থাৎ ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর ডাইরেক্টারদেরও বিরাগভাজন হইলেন। কিন্তু আমরা অদৃষ্টবাদী বাঙ্গালী । অদৃষ্ট কৰ্ম্ম-চালিত । কল্পের ফল কৰ্ম্মদোষে সু ও কু হইয়া থাকে। ইংরাজদের ভাগ্যলক্ষ্মী, তখন মারিকেলে জল-সঞ্চারের স্তায় অতি অদৃষ্ঠভাবেই হইতেছিল । কাজেই ভবিষ্যৎ ইংরাজদিগের পরম সৌভাগ্যের এই উপলক্ষ্য স্বরূপ জব চার্ণক, উপরোক্ত ভাবেই কাজ করিয়া গিয়াছিলেন । তাছা না করিলে ভারতে ইংরাজ রাজ্য প্রতিষ্ঠা স্বদূর পরাহত হইত।

  • বিলাতের কর্তারা যাহা লিখিয়াছেন, তাহার দুই চারি পংক্তি এই—“It was not your wit or contrivance but God Almighty's good Providence which hath *ways graciously superintended the affairs of this Company. * * If you * immediately according to the King our Sovereign's orders and our "h, proceeded directly for Chittagong while our forces were strong and *ous, the Mogull would have consented to our holding and keeping
  • Place in amity with him (Letter of the court of Directors dated 27th Augus 108; ). t;