পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭২ কলিকাতা সেকালের ও একালের । যদি সম্রাট ঔরঙ্গজেব, সেই সময়ে দিল্লী হইতে সুদূর দাক্ষিণাত্যে ब्रू ব্যপদেশে ব্যাপৃত না থাকিতেন, যদি নবাব সায়েস্তা-খাঁ অশীতিপর বাঙ্গক্ষ্যে অভিভূত হইয়া ধৰ্ম্মচর্চায় জীবনক্ষেপ না করিতেন, তাহা হইলে হয়ত ইংরাজ পক্ষের মহা বিপত্তি উপস্থিত হইত। ইংরাজের সৌভাগ্য যে এই সব যুদ্ধ বিগ্রহের কথা সম্রাটের গোচরে আসিলেও, তিনি এ ব্যাপারটাকে আগ্নে গ্রাহের মধ্যে আনিলেন না। সায়েস্তা-খার বয়স এই সময়ে পচাশী বৎসর। তিনি রাজকাৰ্য্যে সম্পূর্ণ বীতস্পৃহ । মোল্লা, মৌলানা, মৌলভীগণ লইয় মৃত্যুর জন্য প্রস্তুত হইবার আশায়, কোরাণ-শরীফ পাঠে একান্ত নিবিষ্টচিত্ত। কাজেই ইংরাজদিগের এই যুদ্ধ ব্যাপার সম্বন্ধে তিনি যাহা কিছু করিয়া ছিলেন, তাহাই যথেষ্ট বিবেচনা করিলেন । এরূপ না হইলে ইংরাজের সেই সময়ে বাঙ্গালা হইতে বিতাড়িত হইতেন । চার্ণক এইসব ব্যাপারে এক বৎসর সময় পাইলেন । উলুবেড়িয়া হুগলী, হিজলী, সকল স্থানেই তিনি ইংরাজের বাণিজ্যাগার প্রতিষ্ঠা করিয়া নিৰ্ব্বিবাদে জীবন যাপনের চেষ্টা করিয়াছিলেন । কিন্তু এই তিনটী স্থানই তাহার উদ্দেশ্বের প্রতিকুল । হুগলীতে মোগলের দুর্দান্ত প্রতাপ, উলুবেড়িয়ায় অন্তর্বাণিজ্যের কোন সুবিধাই নাই, আর হিজলীতে ম্যালেরিয়া—কাজেই এই তিনটী স্থানই তিনি বর্জনীয়রূপে নিৰ্দ্ধারিত করিলেন । সুতালুটার উপরই তাহার বেশী টান । কারণ এস্থানে কুঠীস্থাপন করিতে পারিলেই, মোগলশক্তির নিকট হইতে দূরে থাকা যাইবে, অথচ, সমুদ্রপথ হইতে বিপদকালে সাহায্যলাভের পথ ও রুদ্ধ হইবে না। কিন্তু মুতালুটাও বিপদশূন্ত নহে। ইহার চারিদিকে গভীর বনজঙ্গল–বাদা—ও বিল। স্থানটাও কাজে কাজেই অতি অস্বাস্থ্যকর। কিন্তু তাহা হইলে কি হয়, ইহা অনেকটা নিরাপদ।

  • As a matter of fact it was due to accidental causes that the English were not swept off the face of Bengal. The Emperor ( Aurangzeb ) em grossed by his wars in Southern India, scarcely deigned to notice the petty triumph on the Hugly except by calling for of a map of that scarcely known region. The Viceroy of Bengal (Sayesta Khan) then in his luner year had taken himself to the round of devotions amid which pious Mussulman prepares for his death and thought he had suffic” ly punished the traders by driving them out of their miserable * at Hiii, নবাব সায়েস্তা-খা-১৬৮৯ থ অব্দে বঙ্গের শাসনকর্তৃত্ব ত্যাগ করেন ও * চান্দ্র বৎসরে ৯৩ বৎসর বয়সে দেহত্যাগ করেন। ( Letter from the Patna **" to Sir John Child 25–6–1697).