পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԳԵ- কলিকাতা সেকালের ও একালের । মালও এখানে সহজ প্রাপ্য। তাহার সৈনিকদিগের জীবনযাত্রার উপক্ষে শস্যাদিও এখানে যথেষ্ট । ( ৪ ) বিশেষতঃ এই সুতানুটীর চারিধার—এক ব্রাহ্মণ জমীদারের জমীদারী। তাহাদের নিকট ইচ্ছা বা প্রয়োজন হইলেই সুবিধামত দরে জমা বন্দোবস্ত করা যাইতে পারে। সে সময়ে স্বতালুটাতে একটা কোঠাবাড়ীও ছিল । এই কোঠাবাড়ীতে প্রয়োজন মত ফ্যাক্টরগণকে রাখিয়া কাজকৰ্ম্ম চলিতে পারে। (৫) স্বতালুটা হইতে সমুদ্র সঙ্গম ও হুগলীর ফ্যাক্টরী বেশীদূরে অবস্থিত নহে। এখানে থাকিয়া হুগলীর সংবাদ পাওয়া যাইতে পারে, বা বিপত্তি বুঝিলে জাহাজে চড়িয় সাগর সঙ্গমে সমুদ্র মধ্যে উপস্থিত হওয়ার খুব সুবিধা। স্থলে—ইংরাজ মোগলকে ভয় করিতেন বটে, কিন্তু জল পথে—র্তাহারা অদ্বিতীয়। (৪) সুতালুটার পার্শ্ববাহিনী গঙ্গা, তখন বৰ্ত্তমান অবস্থায় ছিল না। মুতলুটার বাধা ঘাটের নীচে–গঙ্গা অতি গভীর। এস্থানে সমুদ্রের দিক হইতে বড় বড় জাহাজ আসিয়া নঙ্গর করিতে এবং মাল নমাইতে উঠাইতে সক্ষম হইবে । মোগল-শাসনকৰ্ত্তারা সহসা কোন গোলযোগ উপস্থিত করিলে—সাবধান হইবার ও আত্মরক্ষার যথেষ্ট সময় পাওয়া যাইবে। ( ৭ ) কেবলমাত্র মাটীর প্রাচীরের বেষ্টনী-বেষ্টিত ইংরাজ বাণিজ্য-কুঠা নিরাপদ নহে। ইংরাজ ফ্যাক্টারী ও কোম্পানী বাহাদুরের মালামাল নিরাপদে রাখিতে হইলে, একটা ছোট খাট দুর্গ নিতান্ত প্রয়োজন। এতগুলি কথা মনে মনে ভাবিয়া, জব চাৰ্ণক সাহেব সুতানুটীতে আশ্রয় লইয়া বর্তমান কলিকাতা রাজধানীর প্রাণ-প্রতিষ্ঠা করিলেন ।