পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় २b~*S সরকারী কাগজ পত্রের সহায়তা ব্যতীত, সেকালের লিখিত দুপ্রাপ্য বছযত্নে সংগৃহীত প্রাচীন পুস্তকাদি ও তদুল্লিখিত ঘটনাবলী হইতে সই দুইশত বৎসর পূর্বের অন্ধতমসাবৃত যুগের অনেক কথা জানিতে {ারা যায় । কালীঘাটের উৎপত্তি ও এতৎসম্বন্ধে জ্ঞাতব্য কথা, ইতিপূৰ্ব্বে কালীঘাট প্রসঙ্গে বলিয়াছি। ধরিতে গেলে প্রাচীনু কলিকাতা, সুতানুটা গোবিন্দপুর, চংপুর, প্রভৃতি লইয়াই বৰ্ত্তমান কলিকাতার প্রাণ-প্রতিষ্ঠা চইয়াছে । সালিথাৎ একটী অতি প্রাচীন স্থান । দুইশত বৎসরের পুরাতন পুথি প্রভৃতিতে ইষ্ঠার নাম শুনিতে পাওয়া যায়। অনেকে অতুমান করেন, বেতোড় { বস্তুমান ব্যাটারী ) গ্রাম ও সেকালের একটী বিখ্যাত স্থান। বেতোড়ের বেতাইচণ্ডী" বহুকালের দেবতা। প্রাচীন কলিকাতার সহিত, সেকালের এই সমস্ত গ্রাম গুলির স্মৃতি পূর্ণরূপে বিজড়িত আছে। কালীঘাট ও কলিকতা এই নামকরণ লইয়া, প্রত্নতত্ত্ববিৎ পণ্ডিতদের মধ্যে অনেক লেখালেখি হইয়া গিয়াছে । স্বনাম-প্রসিদ্ধ ঐতিহাসিক লেখক, গেীরদাসবাবু কলিকাতা—রিভিউ এর পৃষ্ঠায়, এ সম্বন্ধে অনেক আলোচনা করিয়া গিয়াছে। সে সমস্ত এস্থলে পুনরাবৃত্তি করায় বিশেষ গ্রয়োজন কিছুই নাই। মোটের উপর কথা হইতেছে, এই কালীঘাট বহুদিন হইতেই লোকসমাজে পরিচিত ছিল ।* ১৪৯৫ খৃঃ অব্দে, বঙ্গেশ্বর হোসেন সঙ্গের আমলে—বিপ্রদাসের “মনসার-ভাসান” রচিত হয়। এই মনসার ভাসান হইতে আমরা কলিকাতা, বেতোড় ও কালীঘাট সম্বন্ধে কতক কথা জানিতে পারি। বিপ্রদাসের গ্রন্থের প্রধান নায়ক চাদ-সওদাগর, ভাগলপুর হইতে যাত্রা করিয়া বাণিজ্যার্থে সমুদ্রগামী হইয়াছিলেন। কবি এই প্রসঙ্গে, তাহার গন্তব্যপথের প্রধান প্রধান স্থান গুলির পরিচয় বা নামোল্লেখ করিয়া গিয়াছেন । এই প্রসঙ্গে অমির রাজঘাট, ইন্দ্রঘাট, নদীয়া, অঙ্গুয়া, ত্রিবেণী, সপ্তগ্রাম †শীরহাট, হুগলী, ভাটপাড়া, কাকনাড়া, মুলায়োড়, পাটুলিয়া, ভদ্ৰেশ্বর, চাঁপদানি, ইচ্ছাপুর, বাকিবাজার, নিমাইঘাট, চানক, রামসাল, আকনা, সাতেশ, খড়দহ, ঋষড়, সুখচর, কোন্নগর, কোতরং, কামারহাট, এড়িয়াদহ, 'স্বৰ্ডী, চিৎপুর, কলিকাতা, বেতোড়, কালীঘাট, চৌরাঘাটু ( চোরঘাট ) - - -------- SSAS SSAS SSAS SSAS SSAAAASAASAASAASAASAAMMM SASAMMAMMATST

  • Babu Gour Das Bysack's Kaligh t and Calcutta (Cal. Rev. *Pril 18). p. ం6 )

ఛీe