পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సీస్భిణి কলিকাতা সেকালের ও একালের স্ত্রীরাধাকৃষ্ণেরই যুগল মূৰ্ত্তি। * ক্রমশ: গোষ্টি-বৃদ্ধি ও অবস্থার উন্নতির সহিত, এই শেঠ ও বসাকবংশীয়দের অনেকের গৃহে খামরায়, মদনমোচন ইত্যাদি বিগ্রহ প্রতিষ্ঠা হয় ।

  • এই ঘূৰ্ত্তি স্থাপনার প্রধান উদ্যোগী মুকুন্দরাম বসাক । মুকন্দরামের উপাধি "শেঠ ও তিনি মৌদগল্য-গোত্রীয় । ১৭৫৭ খৃঃ অব্দে অর্থtং পলাশী যুদ্ধের আমলে, কোম্পানীবাহাদুর গোবিন্দপুর হইতে লোকের বসবাস উঠাইয়া দিলে তদ্বংশজাত বৈষ্ণবচরণ তথা হইতে গোবিন্দজীকে উঠাইয়া আনিয়া, বড়বাজারে নিজ বসতবাটীর উত্তরে স্থাপিত করেন। তদ গোবিন্যজী এখনও তথtয় বৰ্ত্তমান আছেন। টাকশালের দক্ষিণ পূর্বের্ণ, বড়বাজারে যাইবার BBBBS BBB BBB BBB BBBBSS SSBBB SBDDA S BBBBBB BBBBB BBBBB শেঠ, পরম বৈষ্ণব ছিলেন। তিনি ব্যবসা-বাণিজ্য দ্বারা প্রচুর ধন সঞ্চয় করেন । র্তাহার মত ধৰ্ম্মভীরু লোক সেকালে বড় কম ছিল। তেলিঙ্গানা প্রদেশের—রামরাজার পূজার জন্য, গঙ্গাজল তিনি কলিকাতা হইতে পীলমোহর করিয়া পাঠাইতেন । বৈষ্ণবচরণের ধৰ্ম্মভীরুতার সম্বন্ধে একটা গল্প শুনিয়াছি। পাঠক বোধ হয় শুনিয়াছেন—এদেশে একটা প্রবাদ বাক্য আছে “লাগে টাকা দেবে গৌরীসেন।” এই গৌরীসেন ব্যবসায় সূত্রে বৈষ্ণবচরণের অংশীদার ছিলেন বৈষ্ণবশেঠ এক সময়ে কতকগুলি দস্তা খরিদ করেন । কিন্তু পরীক্ষায় জাম যায়—এই দস্তার মধ্যে রূপার অংশ কিছু বেশী। বৈষ্ণবচরণ ভাবিলেন, গৌরীসেনের নামে-দস্তা কেনায় BBBS SBBBB BBBB BBBS BBBBB S BBBBS BBBSBBBB BBBBBBS BBB বিক্রয়লব্ধ সমস্ত টাকাই গৌরীসেনকে প্রদান করেন। এই বা পারে গৌরীসেন মহা ধনী হইয় উঠেন। গৌরীসেন উপস্থার অজ্জিত বিপুল সম্পত্তি দান-খয়রাতে বায় করিতেন। কন্ঠ দিয়ে, মাতৃদায়, পিতৃদায়, দেনার দায়ে কয়েদী অধমৰ্ণ কিম্বা যাহারা ন্যায়পথে থাকিয়! সৎকার্য্যের জন্য ফৌজদারীতে জড়িত ও জরিমানার আসামী, তাহদের জন্যই অকাতরে অর্থবায় করিতেন। ইহা হইতেই, “লাগে টাকা দেবে গৌরীসেন” এই প্রবাদ-বাক্যের উৎপত্তি। এক্ষণে এই বৈষ্ণবচরণ শেঠ সঙ্গন্ধে দুষ্ট একটা কিম্বদন্তী বলিব । বৈষ্ণবচরণ এক সময়ে বৰ্দ্ধমানের কোন মহাজনের নিকট দশহাজার টাকার চিনি কিনিবার সংকল্প করেন। এই লোকটর নাম গোবৰ্দ্ধন রক্ষিত-জাতাংশে তামুলী। সমস্ত মাল যখন বড়বাজয় কদমতলা ঘটে পৌছিল, সেই সময়ে বৈষ্ণবচরণের কৰ্ম্মচারীর মাল নমাইতে যান। প্তাহার গোলদ্বমের নিকট কিছু উপরি পাওনার লাভে হতাশ হইয়া, মনিব বৈষ্ণবচরণকে DB BBBS BBBS B BB BB BBBB BBSBBS BB BBBB BBBS BBBB রক্ষিত মহাশয়কে অন্তলোক দ্বার। সেই কথা জানাইয়। বলেন—“আপনার মাল শুনিতেছি তত ভাল নয়, এজন্ত দাম কমাইতে হইবে।” সেকালের লোক ধৰ্ম্মকে বড় ভয় করিতেন। কাজেই রক্ষিত মহাশয়, যখন এই মিথ্যাপবাদ শুনিলেন—তথন তিনি ব্যবসায়ে বদনামের ভয়ে, উtহার চাকরদের আদেশ করিলেন--"চিনির নৌকা গঙ্গায় ডুবাইয় দে। বদনাম কিনি চিনি বেচিতে চাহিনী ।” তাহার চাকরের এই হুকুম পাইয়। যখন তাহা কতকটা কাীে পরিণত করিয়াছে, তখন এসমস্ত কথা ধৰ্ম্মিক প্রবর বৈষ্ণবচরণের কাণে পৌছিল। তিনি তখনই আসিয়া মহাজন রক্ষিত মহাশয়কে বলিলেন—“আমার কৰ্ম্মচারীদের মুথে মিথ্য

ংবাদ শুনিয়া আমি আপনাকে সন্দেহ করিয়াছি। গঙ্গীয় যে মাল ফেলিয়৷ দিয়াছেন, তা আপনাকে ক্ষতিগ্রস্ত করিব না। এখন যে মাল মজুত আছে, তাহার দাম পূর্ব স্বত্ব মতেই দিব।” কিন্তু ধৰ্ম্মজ্ঞানে গোবৰ্দ্ধনও বৈষ্ণবচরণের অপেক্ষা কোন যিয়ে নুন ছিলেন না। তিনি—কোনমতেই পুর দামে মাল বেচিতে চাছিলেন না । যে মাল নষ্ট হইয়াছিল--তায় বাদে তিনি বৈষ্ণবচরণের নিকট মালের দাম চুকাইয়া লইলেন । হায় বাঙ্গলা! গ বঙ্গবাসী! তোমর দেড়শত বৎসর পূর্কে যেরূপ মহত্ত্বে ভূমিঙ ছিলে, আর কি সে 侃 ফিরিয়া আসিবে !