পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిe : কলিকাতা সেকালের ও একালের । অনেক নবনির্শিত বাড়ী ঘর ও চালা প্রভৃতি ভূমিসাৎ করিয়াছিল, জ অণর কোন সন্দেহ নাই। জব চাৰ্লক কর্তৃক কলিকাতা স্থাপনের ৪৭ বৎসর পরে এই ঝড় হয়। এই অৰ্দ্ধ শতাব্দীকাল ধরিয়া, যে সমস্ত বাড়ী ঘর নিতি হইয়াছিল তাহার অধিকাংশই এই ঝড়ে ভাঙ্গিয়া যায়। জব চাৰ্লক কর্তৃক কলিকাতা প্রতিষ্ঠার পূর্বের ইতিহাস কিছুই না? বলিলে হয়। প্রাচীন পুরাণ কাব্যাদিতে, কলিকাতা, কালিঘাট প্রভৃতি সম্বন্ধে যে সমস্ত সামান্য বর্ণনা আছে, তাহা হইতেই যৎসামান্য বিবরণ পাওয়া যায়। জব চাৰ্লকের পর হইতেই কলিকাতার নদীতীরবর্তী স্থানসমূহ অর্থাৎ স্থতালুট, হাটখোলা ও তন্নিকটবর্তী গোবিন্দপুর প্রভৃতির গভীর জঙ্গল ক্রমশঃ পরিষ্কৃত হয় ও তথায় লোকের বসবাস হইতে থাকে। অদ্ভূত প্রতিভাবলে, ভবিষ্যৎ দৃষ্টি পরিচালিত হইয়া, জব চাৰ্ণক ভবিষ্যৎবংশীয় ইংরাজদের ভাগ্যলক্ষ্মীকে, এই সুতালুটতেই প্রতিষ্ঠিত করেন । বর্তমান আসমূদ্রব্যাপী বৃটশাধিকৃত ভারতবর্ষ তাহার এই দূরদর্শিতার ফল।