পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ অধ্যয় । ©እማት --صاسے এই কয়েকখানি চালাঘরের কল্পনাতেই, অগণিত গগণম্পর্শী সৌধরাজি তে, বিদ্যুতালোকিত, অমলাপুরীর ন্যায় বিচিত্র সজ্জায় সজ্জিত, বর্তমান .লিকাতার প্রাণ পিষ্ঠ গুচয় ছিল। চার্ণকের নিৰ্ম্মিত এই কয়থানি নলবরই, ভারতে ইংরাজের সৌভাগ্যলক্ষ্মী । বৰ্ত্তমান মহানগরী কলিকাতার aাণুপ্রতিষ্ঠাকারী। 帶 পূৰ্ব্বে কালীঘাট প্রসঙ্গে, আমরা লক্ষ্মীকান্ত মজুমদারের কথা বিস্তৃতভাবে নিরছি। এই লক্ষ্মীকান্তই বেহালা-বড়িসার সাবর্ণ চৌধুরী জমিদারদের জলি পুরুষ। কালিঘাটের কালিকাদেবী, এই লক্ষ্মীকান্থের পূর্বপুরুষগণ কর্তৃক আবিষ্কৃত। লক্ষ্মীকান্ত যশোরেশ্বর মহারাজী প্রতাপাদিত্যের অধীনে কাজ কতেন । লক্ষ্মীকান্তু, কামদেব গঙ্গোপাধ্যায় ( ব্রহ্মচারীর ) সস্তান। অপর এই কামদেব ব্রহ্মচারী মঙ্গরাজ মানসিংহের গুরু। মে তিনজন ব্যক্তি বঙ্গঞ্জিয়ে প্রধান সঙ্গায় ছিলেন,মহারাজ মানসিংহ তাহীদের প্রত্যেককেই প্রচুর পুলস্থার ও বাদদাত সহকারে চাকরী দেন। জয়ানন্দ, লক্ষ্মীকান্ত ও ভবানন্দ এই তিনজনই মহারাজ মনসিংহের বিশেষ অনুগ্রহ লাভ করেন। মানসিংহ উষ্ঠাদের তিনজনকেই “মজুমদার" পদবী প্রদান করিয়া, বঙ্গের কর-সংগ্রাহক জমিদার করিয়া দেন । ভবানন্দ, অতি ভীষণ বিপদে, খাদ্যদানে মানসিংহের সেনাগণের প্রাণরক্ষণ করেন । এই ভবানন্দ মজুমদারই, কৃষ্ণনগর রাজবংশের আদিপুরুষ। জয়ানন্দ—মনসিংহের আদেশে, তাহার গুরুপুত্র লক্ষ্মীকান্থকে খুজিয়া বাহির করেন বলিয়া, মজুমদার উপাধি পান। আর লক্ষ্মীকন্তু গুরুপুত্র বলিয়। জমিদারী লাভ করিয়া মজুমদার হয়েন। এই লক্ষ্মীকান্ত মজুমদার, কলিকাতা প্রভৃতি গ্রামের জমিদার ছিলেন। মাগুরা, খাসপুর কলিকাতা, পাইকান, আনোয়ারপুর হাভেলিসহর, হাতিয়াগড় প্রভৃতি গল্পগণ র্তাহার দখলে ছিল। কালিকাদেবীর সেবায়েৎ বলিয়া, তিনি *iণক। ৩ পরগণা খাসে রাখিয়াছিলেন । * এই লক্ষ্মীকাস্তের জমিদারী কাছারী কলিকাতার মধ্যে ছিল । বর্তমান লালদীঘি ও তাহার পার্শ্ববৰ্ত্তী ভূভাগই, লক্ষ্মীকাস্তের জমীদারীর কাছারি বাটার সীমানা ও পুখুর। এই পুখুয়ের অনতিদূরে, তামরায়-বিগ্রহের মন্দির ছিল । এই বাগানের অতি সন্নিধ্যে, লক্ষ্মীকাস্তের ইষ্টক নিৰ্ম্মিত

  • The bulk of Parganas, Magura, Khaspur, Calcutta, Paikan, Anwarpur Habehshahar and Hatiagar which were given to Lakhmikanta, remained

in his family at the Permanent Settlement. (Proceedings of Lord Corn"is dated 24th July '788 quoted by Mr. A. K. Roy.