পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ অধ্যায় । S)ミ》 রেস্তা রাখিবার জন্য ভাড়া করিয়া লয়েন । এই কাছারি বাড়ীই লিকাতার ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর প্রথম আফিস-গৃহ । কলিকাতার {{তন “ফোর্ট উইলিয়ম” দুর্গ নিৰ্ম্মিত হইলে ১৭০৬ খ. অব্দে ইহা ভঙ্গিয়া ফেলা হয় ৷ * সেকালের চৌরঙ্গীর কথা এস্থলে একটু বলা প্রয়োজন । অনেকের তে, জঙ্গল-গিরি চৌরঙ্গী সন্ন্যাসী হইতেই, এই চৌরঙ্গী নাম হইয়াছে। দলগিরি চৌরঙ্গীর প্রবাদ, কেহ বা সত্য বলিয়া বিশ্বাস করেন—কেহ বা গুছিতে অনাস্থা প্রকাশ করেন । অনেকে বলেন---জঙ্গল-গিরি বর্তমান কলীমূর্টির মুখের প্রস্তরখানি কুড়াইয়া পান। পোস্ত হইতে কালীগ্নি অংশভূক্ত যে প্রস্তরখণ্ড কাপালিকগণ কর্তৃক গভীর জঙ্গল মধ্যে রক্ষিত হইয়াছিল--একটা প্রবাদ মতে চৌরঙ্গী সন্ন্যাসীর আবিস্কৃত মুখ প্রস্তর পানি তাহ বই আর কিছুই নহে। হঠ-প্রদীপ গ্রন্থে চৌরঙ্গীগিরির উল্লেথ দেখিতে পাওয়া যায় । উইলসন সাহেব ও তাহার “হিন্দুধৰ্ম্ম সম্প্রদায়” গ্রন্তে লিখিয়াছেন—-“আদিনাথ গোরক্ষের পর চৌরঙ্গী, ষষ্ঠ বংশীয় শিষ্য ও ভক্ত কবীরের সমকালবৰ্ত্তী। .এই কবীর সুলতান ইব্রাহিম লোদির দ্বারা সম্যক রূপে লাঞ্ছিত হুইয়াছিলেন । ১৫২৬ খৃঃ অক্স পর্যন্ত স্বল তান লোদির রাজ হুকাল ।” ১৫২০ হইতে ১৫৩০ খৃঃ অব্দে সম্ভবতঃ শেঠ-বসাকের গোবিন্দপুরে আগমন করেন। বাবু গেীরদাস ংলাকের মতে—দশনামা শৈবসন্ন্যাসী চৌরঙ্গীগিরি, সশিষ্য গঙ্গাসাগর যাইতেছিলেন । গঙ্গাতীয়ে কালীর প্রস্তর-পোদিত মুখমণ্ডল প্রাপ্ত ইষ্টয়, উক্তস্থানে কুটার বাধিয়া পূজা প্ৰবৰ্ত্তন করেন। কিয়ংকাল পরে জঙ্গলগিরি নামক র্তাহার এক শিধ্যের হস্তে, কালীপূজার ভাৱ দিয়া তিনি গঙ্গাসাগরে চলিয়া যান । প্রস্তর-ফলক প্রাপ্তি সম্বন্ধে কিম্বদন্তী এই, যে চৌরঙ্গী সন্ন্যাসী একদিন দেখিতে পাইলেন, যে গভীর বনমধ্যে একটা নির্জন স্থানে এক পয়স্বিনী গাভী দাড়াইয়া রহিয়াছে। তাহার বঁটি চইতে অজস্র দুগ্ধধারা নিম্নস্থ একটা স্থানের উপর পড়িতেছে। ইহাতে সন্দিগ্ধ চিত্ত হইয়া, সন্ন্যাসী সেই স্থান খনন করিতে করিতে কালীর প্রস্তরময় মুখ প্রাপ্ত হন ।

  • The year 1706 had already witnessed the destruction of the cut. Cherry which had sheltered the Company's Records since the days of ‘harnock and the erection of a more imposing factory building. (The Old Fort and the Blackhole–Cottom 431.)

8 X