পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ధౌ কলিকাতা সেকালের ও একালের । করিয়াছেন। দুর্গট কোথায়, কি ভাবে, কোনদিকে ছিল, তাহারলজির ভারতের ভূতপূৰ্ব্ব বড়লাট লর্ড কর্জনের অনুগ্রহে, আরও পরিস্ফুট হইয়াছে। লর্ড কর্জন বাহাদুর, এদেশের প্রাচীন ইতিহাস উদ্ধারকল্পে, অনেক চেষ্ট ও অর্থব্যয় করিয়া গিয়াছেন। অতীত ইতিহাসের এই লুপ্তপ্রায় স্মৃতিচিহে উদ্ধার-সংকল্পের জন্য, ইতিহাসজ্ঞ ব্যক্তিগণ, তাহার নিকট চিরদিনই কুজ্ঞ থাকিবেন। প্রাচীন ও লুপ্তচিহ্ন পুরাতন ফোট-উইলিয়ামের স্মৃতি, তিনি অতি পরিস্ফুটভাবেই রক্ষা করিয়া গিয়াছেন । আজকালকার লালদীঘির সান্নিধ্যে-বৰ্ত্তমান কষ্টম-হাউস, জেনারেল পোষ্টাফিস বা বড় ডাকঘর, ইন্‌কম্‌-ট্যাক্স আফিস ও কেয়ালি-প্লেসের ই. ইণ্ডিয়ান রেল-কোম্পানীর প্রাসাদতুল্য কাৰ্য্যালয়, এই কয়েকটা স্তানের অধিকৃত ভূভাগে নবাবী আমলের “ফোর্ট-উইলিয়াম” দুর্গ অবস্থিত ছিল। পলাশী যুদ্ধের পর, বর্তমান গড়েরমাঠের নূতন কেল্লা নিৰ্ম্মিত হয়। নূতন কেল্লার বিবরণ আমরা যথাস্থানে দিব । এথন নবাবী আমলের পুরাতন কেল্লার কথাই বলিতেছি। কলিকাতাবাসীদের মধ্যে অনেকে হয় ত জানেন না—এই পুরাতন ফোর্ট-উইলিয়াম দুর্গের অবস্থান স্থান কোথায় ? এই পূরাতন কেল্লাই নবাব সিরাজদৌল৷ আক্রমণ করেন। নবাব কর্তৃক বিজিত হইবার পরে রাজা মাণিকৰ্চাদ এই কেল্লারই ভারপ্রাপ্ত হন, এই কেল্লার মধ্যেই হলওয়েল সাহেব মহাসাহসে আত্মরক্ষণ করেন। এই কেল্লা হইতেই ড়েক সাহেৰ পলায়ন করেন। অন্ধকূপ-হত্য ইহার মধ্যেই সংঘটিত হয়। যেস্থানে অন্ধকূপ-হত্যা সংঘটিত হইয়াছিল, লর্ড কর্জন সেই স্থানটা কৃষ্ণবর্ণ মৰ্ম্ময়-প্রস্তরে বাধাইয়া দিয়াছেন ও এই বঁiধান স্থানের উপরে যে প্রস্তরফলক গ্রথিত আছে, তাহাতেই এই ভীষণ কাহিনী লিপিবদ্ধ হইয়াছে। যেখানে “অন্ধকূপ-হত্যার” নরদেহসমূহ নিক্ষিপ্ত হইয়াছিল, তাহার স্মৃতিস্তম্ভও লর্ড কঙ্গন কর্তৃক নৃতনভাবে নিৰ্ম্মিত হইয়াছে। কলিকাতার পুরাতন কেল্লা অবশু একদিনে निर्पिङ श्ञ नांझे, अथवा इंश দুই এক বৎসরের অর্থব্যয় ও পরিশ্রমের ফলও নহে। সেকালের ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর বাণিজ্যাগার সংশ্লিষ্ট কৰ্ম্মচারীরা, অনেক সময়ে মোগল রাজকৰ্ম্মচারীদের হস্তে অন্যায়ভাবে লাঞ্ছিত ও নিগৃহীত হইতেন। অনেক সময়ে, সামান্য বিবাদ বিসম্বাদের ফলে, তাহদের মালপত্র লুষ্ঠিত হইত। এ সব কাহিনী আমরা ইতিপূৰ্ব্বে সবিস্তারে বলিয়াছি। এই সমস্ত উৎপাতের