পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ অধ্যায়। צ99א প্রতিকার জন্য, বহুদিন হইতেই ইংরাজের ভাগীরথী তীরে একটা প্রাচীর বেষ্টিত আশ্রয়স্থান নিৰ্ম্মাণের সংকল্প, হৃদয়ে পোষণ করিতেছিলেন । এই রকল্পের জনক—পূৰ্ব্বোল্লিখিত গবৰ্ণর হেজেস। হেজেস ১৬৮২ হইতে ১৬৮৪ পৰ্য্যন্ত কোম্পানীর ফ্যাক্টরী সমূহের গবর্ণর ছিলেন। তাছার মনেষ্ট দুর্গ-নিৰ্ম্মাণ করিয়া আত্মরক্ষায় কল্পনা প্রথম উদিত হয়। জব চার্ণকও তেজেসের এই সংকল্পের পরিপোষণ করেন। হেজেস বাহুবলে আত্মরক্ষা করিবার যে প্রস্তাব করিয়া যান, জব চাকি তাহা সৰ্ব্বপ্রথমে কার্য্যে পরিণত করেন। তিনি যখন মুতালুটিতে আশ্রয় লইলেন, সেই সময়ে তিনি নদীতীরে একটী উন্নত স্থান দেখিয়া তথায় কোম্পানীর ফ্যাক্টরীর স্থান নির্দেশ করেন । এই ফ্যাক্টরী নিৰ্ম্মাণের সঙ্গে সঙ্গেই কলিকাতার প্রাণ-প্রতিষ্ঠা হয় । ভবিষ্যতে এই স্থানেই পুরাতন ফোর্ট-উইলিয়াম নিৰ্ম্মিত হুইয়াছিল । * سی۔-* হেজে চলিয়া যাইবার দুই বৎসর পরে, নবাবের লোকের সহিত, জব চাকের বিবাদ বাধিল । এ বিবাদের প্রারম্ভ ও তাহার পরিণাম সম্বন্ধে সমস্ত কথাই আমরা পূৰ্ব্বে বলিয়াছি। এই বিবাদের ফলে অন্য যাহা ঘটুক না কেন, বর্তমান কলিকাতা মহানগরী ও পুরাতন ফোট-উইলিয়াম-ছুর্গের প্রাণ-প্রতিষ্ঠার সূচনা হইয়াছিল। জব চাণক ১৬৯০ খৃঃ অব্দের ২৪এ আগষ্ট তারিখে, স্বতালুটতে শেষ আশ্রয় লয়েন । ইহার পর তিনি প্রায় তিন বৎসর জীবিত ছিলেন। এই তিন বৎসরের মধ্যে, তিনি কলিকাতায় ইংরাজদের আশ্রয়স্থান নিৰ্ম্মাণের জন্য স্থায়ীভাবে কোন কিছুই করিয়া যাইতে পারেন নাই । ১৬৯৩ খ্ৰী: অন্ধে, সারজন গোল্ডস্বরা কোম্পানীর কুঠা-সমূহের সর্বময় কৰ্ত্তারূপে নিযুক্ত হইয়া, মুতালুটাতে উপস্থিত হন। গোল্ডস্বরী দেখিলেন, মুতানুটীতে ইংরাজের আশ্রয়স্থানের কোন মুবন্দোবস্তই নাই। নবাবপক্ষ হইতে স্বতালুটাতে স্থায়ী আশ্রয়স্থান নিৰ্ম্মাণের কোন সনন্দও তখনও পৌছে নাই। উপায়াস্তুর না দেখিয়া, তিনি মুতালুটার কুঠীর চারিদিকে মৃত্তিকা প্রাচীর তুলিয়া দেন ও ইংরাজদের ফ্যাক্টরী বা বাণিজ্যাগার ইহারই মধ্যে রক্ষিত হয়। কোম্পানীর দরকারী সেরেস্তা ও কাগজপত্র রাখিবার জন্য একটী পাকা কোঠাও এই সময়ে ক্রয় করা হয় । f * আবার অন্যমতে, সরঞ্জন গোল্ডস বরা कटुंक उविरुIएउ, फूर्श-निद्धंॉ१ 硕可凶要零讯 "F,ि% श्रु ।