পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪২ কলিকাতা দেকালের ও একালের ।

  • T-- ও ডচ দিগের কুঠী ছিল। এই দুইটা কুঠী লুণ্ঠন করিয়া তাহারা য৯ে লাভবান হয় ।

সম্রাট ঔরঙ্গজেব, এই বিদ্রোহ ঘটনার কথা, সরকারী সওয়ানে নেগার" পত্রে প্রথমে জানিতে পারেন।* তিনি বাঙ্গলার শাসনকৰ্ত্তা ইব্রাহিম খান এই নিশ্চেষ্ট ব্যবহারে তাহার উপর ভয়ানক ক্রুদ্ধ হইয়া—র্তাহার পৌত্র আজিমওশ্বানকে বান্ধলা বিহার ও উড়িষ্যার শাসনকৰ্ত্তারূপে নিযুক্ত করেন। নবাব ইব্রাহিমর্থীর উপর আদেশ হইল—যতক্ষণ পর্য্যস্ত না সাহজাদ আজিমওশ্বান, বঙ্গের রাজধানীতে উপস্থিত হন, ততক্ষণ পর্য্যন্ত তিনি স্বকার্যোই থাকিবেন। তাহার পুত্র জবরদস্ত থা—মোগল বাহিনীর অধিনায়করূপে, বিদ্রোহীদিগকে দমন করিবেন। এতদ্ভিন্ন এই বিদ্রোহ দমন কার্ষে সহায়তা করিবার জন্ত, অযোধ্যা, এলাহাবাদ ও বেহার প্রদেশের শাসন-কৰ্ত্তাদের উপর আদেশ প্রচারিত হইল। জবরদস্ত খা, বহুদিন হইতেই তাহার পিতার এই নিশ্চেষ্ট অবস্থা নীরত্রে সহ করিয়া আসিতেছিলেন। এক্ষণে সম্রাটের আদেশ প্রাপ্তির্মাত্র, তিনি অসংখা অশ্বারোহী, পদাতিক ও গোলন্দাজ সেনা লইয়া, রহিম-সার দমনের এক অগ্রসর হইলেন। র্তাহার এই প্রক ও বছরের সঙ্গে, জল পথে কতক গুলি রণতরীও চলিল । এই সময়ে রহিম সার হস্তে প্রচুর অর্থ আসিয়া পড়ায়,সে বলদপিত ইয়। সেনাদল বৃদ্ধি করিতে থাকে। এক রাজা বা রাজপুত্রের সেরূপ ঐশ্বৰ্যময় অবস্থায় থাকা উচিত—সে সেইরূপ চালই আরম্ভ করে রহিম-স যখন শুনিল সম্রাট-সেন তাহার বিরুদ্ধে ঢাকা হইতে অগ্রসর হইতেছে, তখন দে ইতিহাস প্রসিদ্ধ ভগবানগোলায় ছাউনী স্থাপন করিল। জবরদস্ত খ একজন বিচক্ষণ সেনাপতি ছিলেন। তিনি অতি ধীরভাবে অগ্রসর হইতে লাগিলেন। একদল গোলন্দাজ ও অশ্বারোহী সেনাকে তিনি বিদ্রোহীদের প্রধান কেন্দ্রস্থল রাজমহল-ও মালদহে পাঠাইলেন উাহার উদেশ্ব সিদ্ধ হইল। রাজমহলে যে যুদ্ধ হয়, তাহাতে পাঠানসর্দা ঘিরেট খ' নিহত হন। মোগলপক্ষ রহিম-সা কর্তৃক লুষ্ঠিত অনেক সম্পত্তি

  • সেকালের বাদসহুিদিগের একশ্রেণীর- কৰ্ম্মচারী ছিল, তাহদের "সওয়ানে নেগার বলিত। ইহারা সরকারী সংবাদপত্র লেখক । প্রতোক প্রধান শাসনকেন্দ্রেই এইরূপ "সওয়া নেগার" থাকিতেন। উহার দেশের কোথায় কি হইতেছে, তাহুর সংবাদ সরাসর বদস{ সরকারে প্রেরণ করিষ্টেন । g