পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ অধ্যায় । S () বর্ধমানে রাজ-প্রতিনিধির দরবারে সদলবলে উপস্থিত থাকিয়া, দিনেমারদের গুপ্ত-চক্রান্তে বাধা দিতে পরিবেন । দ্বিতীয়ত:—কলিকাতা, স্বতালুটা, গোবিন্দপুর এই তিনখানি গ্রাম ক্রয় করা তখন নিতান্ত প্রয়োজনীয় হইয়াছিল, তৎসম্বন্ধেও বন্দোবস্ত করিতে পরিবেন । তৃতীয় - সাহজাদার নিকট নূতন নিশান বা অনুমতিপত্র প্রার্থনা করা—যাহার বলে বাঙ্গলার সর্বত্র, তাহারা বিনাশুন্ধে অবাধে বাণিজ্য করিতে পরিবেন । চতুর্থ শোভাসিংহের বিদ্রোহব্যাপারে, মালদহের ইংরাজ-কুঠার যে মালামাল লুষ্ঠিত হইয়াছিল, মাছ তাহারা জবরদস্ত খণর নিকট চাহিয়ছিলেন, কিন্তু তিনি তাহণ প্রত্যপণ করেন নাই, সে গুলির ও উপায় হইবে। শোভাসিংহের বিদ্রোহক্ট, ইংরাজদের সৌভাগ্যলক্ষীর নিয়ামক। এ বিদ্রোহ উপস্থিত,ন হইলে, তাহারা “ফোট-উইলিয়াম” দুর্গের প্রাণ-প্রতিষ্ঠা করিতে পারিতেন না। নবাব ইউরোপীয় বণিকদিগকে আত্মরক্ষার সম্মতি BBBBBB BBBS BB BBB BB BBB BBDJSB BBBS BBSBDS ভাবে কলিকাতায় দুর্গ-নিৰ্ম্মাণ করিবেন। এ সম্বন্ধে বদসাহ ইতিপূর্বেই এক প্রতিকূল আদেশ প্রদান করিয়াছিলেন ।* তবে নবাব যাহা বলিয়াছিলেন, তাঙ্গার অর্থ এই—কোম্পানী' .তা চাদের বাণিজ্যাগার রক্ষার মুবন্দোবস্ত করিবেন। অথচ বাণিজ্যাগারটাকে সুদৃঢ় প্রাচীরদিতে বেষ্টিত ন৷ করিলে, আত্মরক্ষর আর কোনরূপ উপায়ই নাই । কাজেই তাহারা দুশ্নের ভিত্তিপত্তন করিয়া তাহার দেওয়াল গাথিতে আরম্ভ করিলেন। দুর্গ-নিৰ্ম্মাণ কাৰ্য্য অতি দ্রুত ভাবে চলিতে লাগিল বটে, কিন্তু একটা ব্যাপারের জন্ত কোম্পানী বড়ই ইতস্ততঃ করিতে লাগিলেন । ধরিতে গেলে, যে স্থানের উপর তাহারা কুঠী ও দুর্গ-নিৰ্ম্মাণ করিতেছেন, প্রকৃতপক্ষে তাহা জায়গীরদারের সম্পত্তি | জায়গীরদার মোগল-সরকারে রাজস্ব দেন ও জমীর দখলী-স্বত্ব র্তাহার। জমীর উপর ইংরাজদের কোন কায়েমী-স্বত্বই নাই । র্তাহীদের স্থানত্যাগ করিতে বলিলেই, তখনিই উঠিয়া যাইতে হইবে। হুগলীর ঘটনাটী, তাহার। ষে ভুলিয়াছিলেন তাহা নহে । এইজন্তই ইংরাজৈর মৃত্তালুট, কলিকাতা, গোবিন্দপুর গ্রাম কয়খানি জায়গীরদারদের নিকট হইতে ক্রয় করিতে মনস্থ করিলেন। তখন বড়িশার সাবর্ণ-চৌধুরী জমীদারগণ এই গ্রাম তিনখানির মালিক । কিন্তু বঙ্গের শাসন-কৰ্ত্তার অনুমতি না পাইলে, তাহারা গ্রাম বিক্রয় করিতে সাহসী হইলেন না। এজন্য

  • Wilson's Early Ånnals. P. 147. Stewart's Bengal. (342)