পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిdు কলিকাতা সেকালের ও একালের । মেন্টের বা উপনিবেশের যাহা কিছু প্রয়োজন, তাহা বড়বাজার হইতেই পাওয়া যাইত । তাহার পর শোভাসিংহের বিদ্রোহ। এ বিদ্রোহ-ব্যাপারে দুর্গ-নিৰ্ম্মাণ কাৰ্য্য সম্বন্ধে আর ও সুবিধা হইল । নবাব, ইংরাজ ফরাসী ও দিনেমার বণিকগণকে র্ত্যহাদের বাণিজ্যাগার রক্ষার আদেশ দিলেন । এই আদেশ প্রাপ্তিমাত্ৰেই, ভবিষ্যৎদশী তীক্ষ্ণবুদ্ধি ইংরাজ-বণিকসম্প্রদায়, মহোৎসাহের সহিত দুর্গ-নিৰ্ম্মাণ কাৰ্য্য আরম্ভ করিলেন। তাহদের বাণিজ্য-কুঠা *গড়বন্দী” হইয়া অনেকটা নিরাপদ হইল । দুর্গের প্রথম বুরুজ ও দেয়াল নিৰ্ম্মাণের কার্য, অতি দ্রুতভাবে অগ্রসর হইতে লাগিল । ইংরাজ কর্তৃপক্ষীয়দের বড়ই ভয়, যে পাছে নবাব জানিতে পারিয়া দুর্গের-নিৰ্ম্মাণ কাৰ্য্য বন্ধ করিয়া দেন। ১৬৯৭ খৃঃ অব্দে জানুয়ারি মাসে দুর্গ-নিৰ্ম্মাণ কাৰ্য্য এতদূর অগ্রসর হইল, যে কলিকাতার কর্তৃপক্ষীয়ের মান্দ্রাজ হইতে দশটা কামান অনিয়া, বুরুজের উপর স্থাপন করিলেন। উক্ত বৎসর মে মাসে, তাহারা মাটীর গুদাম-ঘরগুলিকে পাকা-কোঠায় পরিণত করিলেন। ১৭০২ খ, অব্দের রিপোর্ট হইতে প্রকাশ—“আমাদের কলিকাতার দুর্গ এরূপভাবে সুদৃঢ় হইয়াছে,যাহার সহায়তায় অমিয়া নবাবের বা ফৌজদারের আক্রমণ হইতে আত্মরক্ষা করিতে পারি।” দুর্গের চারিদিকের প্রাচীরগুলি পাকা ইটে ও উৎকৃষ্ট মসলায় তৈয়ারী হইয়াছিল । ১৭•৭ খ, অব্দের পুরাতন কাগজ পত্র হইতে আমরা জানিতে পারি, এই পুরাতন ফোট-উইলিয়াম দুর্গের * উত্তরপূর্ব ও দক্ষিণপূর্বের বুরুজ ছাড়া আর বুরুজ ছিল । কিন্তু ঐ বৎসরে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হওয়ায়, তাহার পুত্ৰগণের মধ্যে সিংহাসন লইয়া মহা বিবাদ উপস্থিত হয়, ও দেশব্যাপী একটা মহা বিশৃঙ্খলা জাগিয়া উঠে । এই সময়ে উপযুক্ত অবসর বুঝিয়া, ইংরাজেরা নদীতীরের দিকের অসমাপ্ত বুরুজ দুইটার নির্মাণ কার্য্য শেষ করেন । - -- • পাঠক—বর্তমান সময়ে একবার লালদিঘীর নিকট কোন স্থানে দাড়াইয়া এই পুরাতন ফোট-উইলিয়ামএর আহমানিক চিত্র, মনোমধ্যে অঙ্কিত করুন। আমরা এই দুর্গের একখানি চিত্র এই পুস্তকের যথাস্থানে সংযোজিত করিলাম। ইহাই প্রাচীন ফোর্ট-উইলিয়াম। কিন্তু এই পুরাতন চিত্র হইতে + ইংলণ্ডের তদানীন্তন সম্রাট উইলিয়ামের নামানুসারে ১৭• • খ অব্দ হইতেই, পুরাত দুর্গের এই নামকরণ হইয়াছিল। এখনও নূতন দুর্গ এ নামেই পরিচিত। -