পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○役b" কলিকাতা সেকালের ও একালের । মেন্টের উচ্চপদস্থ কৰ্ম্মচারিগণের প্রধান উপভোগ্য ছিল। তখন ইহার নাম f§7–“Green before the Fort” cost-offstā Fītēft"El Estratifrs রাত্রে, এইস্থানে প্রকৃতির নৈশশোভা সন্দর্শনে ও বিমল বায়ুসেবনে, তৃপ্ত হইতেন। কখন বা তাহারা পক্ষী ইত্যাদি শিকার করিয়া, আনন্দ উপভোগ করিতেন। সেকালের কাগজ-পত্ৰ হইতে আমরা দেখিতে পাই, বাগান) পরিস্কৃতভাবে রাখিবার জন্য, কোম্পানী মাসিক দশ টাকা করিয়া খরচ করিতেন । পুরাতন জমা খরচের খাতায় দেখিতে পাওয়া যায়—“বাগানের শোভাবৰ্দ্ধন জন্য ৩৪২ টাকা খরচ মঞ্জুর করা হইল । পুষ্করিণীর পঙ্কোদ্ধার ও শৈবালাদি পরিষ্কারের জন্য ২০ টাকা মঞ্জুর হইল।”* কলিকাতার পুরাতন দুর্গের অবস্থাও এই সময়ে যথেষ্ট উন্নত হয়। পূৰ্ব্বেই বলিয়াছি—দুর্গের উত্তর দিকের পরিসর ৩৪০ ফিট্‌, দক্ষিণদিক ৪৮৫, পূর্ব পশ্চিমদিক ৭১• ফিট ছিল। চারিকোণে চারিটি বুরুজ করা হয়। প্রত্যেক বুরুজের উপর দশটা করিয়া কামান সাজান ছিল। পূৰ্ব্বদিকের প্রধান দ্বারপাশ্বে পাচটী কামান ছিল। o দুর্গপ্রাচীর চারি ফিট্র পুরু এবং ১৮ ফিটু উৰ্দ্ধ ছিল । নদীর দিকটা আরও পাকা করিয়া নিৰ্ম্মাণ করা হয়। পাঠক মনে রাখিবেন, আজকাল যে স্থান “স্থাও রোড বলিয়া পরিচিত ও যাহার উপর দিয়া এখন ট্রামগাড়ী চলিতেছে, তাহা তখন নদীগর্ভে ছিল। বৰ্ত্তমান ইষ্ট-ইণ্ডিয়া রেল-অফিসের উঠানের মধ্যে প্রবেশ করিলেই,এই দুর্গ পার্শ্ববাহিনী নদীর অবস্থান স্থান, অতি সহজেই বুঝিতে পারা যায়। নদীতীরের যে স্থান দিয়া সিরাজের সেনার প্রবেশ করে-সেস্থানটী এখনও দেখিতে পাওয়া যায়। লর্ডকৰ্জন বাহাদুর নদীতীরবর্তী এই ঘাটের স্থানটা নির্দেশ করিয়া, তথায় একটা প্রস্তর-ফলক মারিয়া দিয়াছেন। দুর্গের মধ্যে কতকগুলি শ্রেণীবদ্ধ আকারের গৃহনিৰ্ম্মিত হয় । এ ঘরগুলি ততটা উচ্চ ছিল না। এগুলি সেকালে Long Row বলিয়া,পরিচিত ছিল । কোম্পানীর যুবক কৰ্শ্বচরিরা, এই সকল গৃহে বাস করিতেন । দুর্গের উত্তরদিকে অস্ত্রাগার ও বারুদখানা। এই অস্থাগারের নিকট মালগুদাম, চিকিৎসালয় ও কারখানা ছিল। দুর্গের দক্ষিণদিকে ছুইটী ফটক ছিল । এই ফটক হইতে একটী রাস্তা, বরাবর নদীতীরের দিকে গিয়াছিল। অপর রাস্তাটা পূর্বদিকে লালদীঘি (বর্তমান ডালহাউলি

  • Calcutta Review Vol. XVI II. Consultation Book Vol. 1. Captain Hamilton's Accounts. -