পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ অধ্যায়। বিলাতে নুতন কোম্পানীর প্রাণ-প্রতিষ্ঠা—পুরাতন ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর বিপত্তি বাণিজ্যশ্বত্ব লাভের জন্য নুতন কোম্পানীর প্রতিনিধিরূপে সার উইলিয়াম নরিসের সম্রাটদরবারে আগমন-নরিসের আশাভঙ্গ ও স্বদেশে প্রত্যাবৰ্ত্তন-নূতন কোম্পানীর প্রধান কৰ্ম্মচারী লিটলটনের হুগলীতে আগমন—পুরাতন কোম্পানীর অধ্যক্ষ জন বেয়ার্ডের সহিত লিটলটনের সংঘর্ষ—জলদসু্যদ্বারা মোগল যাত্রীজাহাজ লুণ্ঠন—সম্রাটের ঔরঙ্গজেবের ক্রোধ—ইউরোপীয় বণিকদের উচ্ছেদ করিবার আদেশ প্রদান—বঙ্গবিহার উড়িষ্যার সুবেদার সুলতান আজিমওশ্বান—বঙ্গের নবনিযুক্ত দেওয়ান নবাব মুরশীদকুলী খ - মুরশীদকুলীর পূর্ব-পরিচয়—হায়দ্রাবাদের দেওয়ান—সম্রাট কর্তৃক বঙ্গে নিয়োগ—মুরশীদকুলীর রাজস্ব বন্দোবস্ত– আজিমওখানের সহিত মনোমালিনা—আজিমওশ্বান কর্তৃক নবাব ,মুরশীদকুলীকে হত্যা করিবার চেষ্টা— এ মনোমালিনোর পরিণামে সম্রাটের আদেশে আজিমের ঢাকা হইতে পাটনায় গমন-মুরশীদ - খ কর্তৃক মুরশীদাবাদ প্রতিষ্ঠা—যুক্ত কোম্পানী ও রোটেশন গবর্ণমেণ্ট—নবাব মুরশীদকুলী খাঁর সঠিত ইংরাজ-কোম্পানীর মনোমালিনা—হুগলীর ফৌজদারের অত্যাচার-কোম্পানী কর্তৃক রামচন্দ্রকে হুগলীতে প্রেরণ-উকীল রাজারামের নবাব দরবারে গমন— হুগলীর ফৌজদারকে বাধা করিবার জন্য ইংরাজদের উপহার দ্রব্য প্রেরণ—- উপহার দ্রব্যের তালিকা—নবাব মুরশীদকুলী খণর অসস্তব দাবি—কাশিমবাজার কুঠ খুলিবার বলে বস্ত—ইংরাজের ভাগ্য পরিবর্তন—সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু-- এ মৃত্যু সংবাদে—মহা গোলযোগের স্বচলা—ঔরঙ্গজেবের পুত্ৰগণের মধ্যে সিংহাসন লইয়া বিবাদ—মৃত্যুর পূর্বে সম্রাটের শেষ পত্র-সম্রাট পুত্ৰগণের আত্মবিগ্রহ ও সাহঅলিমের জয় লাভ—বঙ্গদেশ ইহঁতে পিতার সাহায্যার্থে সুলতান আজিমওখানের গমন—সাহজাদা কামবক্স ও আজামের শোচনীয় পরিণাম—এই গোলযোগে. ফোট-উইলিয়াম দুর্গের পরিসমাপ্তি-ত্তরঙ্গজেবের মৃত্যুতে ও রাষ্ট্রবিপ্লবে ইংরাজদের স্ববিধ। (নবাবী আমলের প্রাচীন কলিকাতা । ) ইংরাজ কোম্পানীর অনেক শক্র ছিল। ঘরের শক্র ছিল তাহলে স্বজাতীয়গণ। পাঠক, ইতিপূৰ্ব্বে "ইন্টার-লোপার"দের কথা শুনিয়াছেন। ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর ব্যবসা সম্বন্ধে, ইহার স্বতঃপরতঃ অনিষ্ট চেষ্টা করিত। এই সময়ে রিলাতে আবার একটা নুতন ব্যবসায়ী-কোম্পানীর প্রাণ-প্রতিষ্ঠা হয়। তাহারা’ইংলণ্ডের তৎকালিক অধিপতি, তৃতীয় উইলিয়াম ও ব্রিটি পা-মেন্টের নিকট প্রার্থনা দ্বার, ভারতে বাণিজ্য-সম্বন্ধে নূতন সনদ গতি