পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ অধ্যায় ల&రి" করিয়া তাহাদের প্রতিনিধিরূপে, স্যর উইলিয়াম নরিসকে সম্রাট ঔরঙ্গজেবের দরবারে দূতরূপে প্রেরণ করেন। এইবার পুরাতন কোম্পানী, মহাপ্ৰমাদ গণিলেন। নতুন কোম্পানীর নাম হইয়াছিল—“ইংলিশ কোম্পানী_ট্রেডিং টু দি_ইষ্ট-ইণ্ডিস" ( English. Company Trading to the East Indies. ) isso-Coiot, ১৬৯৯ খ্ৰীঃ অব্দে নূতন কোম্পানীর প্রতিনিধি নরিস সাহেব, ভারতে উপস্থিত হন । মসলিপটনে প্রায় এক বৎসরকাল সময় ক্ষেপণ করিয়া, তিনি ১৭০০ খ, অব্দের ডিসেম্বরে সুরাটে উপস্থিত হন । কিন্তু সম্রাট ঔরঙ্গজেব তখন দক্ষিণাত্যে যুদ্ধকার্য্যে ব্যস্ত। নরিস, স্থানীয় উজীর ও মোগল-কৰ্ম্মচারীদের উৎকোচ দানে বশীভুত করিয়া, মহাসমারোহে সম্রাটের সহিত সাক্ষণতার্থে তাহার দরবারে উপস্থিত হইলেন । নরিস, খুব জাকজমক করিয়াই সম্রাট সকাশে গিয়াছিলেন । তাহার সঙ্গে ৩০জন ইংরাজ ও তিনশত্র এদেশীয় শরীর-রক্ষী ছিল । সম্রাটকে উপহার দিবার জন্য, তিনি নানাপ্রকারের বনত, বিলাতী-আলু, কাচের জিনিষ প্রচুর পরিমাণে অনিয়াছিলেন। একজন রাজদূতের যতটা পদোচিত সন্ত্রম ও জাকজমকের সহিত, সম্রাট দরবারে যাওয়া সম্ভব, নরিস তাহার কিছুই বাকী রাখেন নাই । ঔরঙ্গজেব, নরিসকে সাদর ভাবে গ্রহণ করিলেন । নরিসের অভিপ্রয় মন্ত, নূতন কোম্পানীর জন্য সনন্দ ও ছাড়পত্রাদিও প্রস্তুত হইল। কিন্তু এই সময়ে উজীর ও অন্যান্ত উৎকোচ-লোলুপ রাজ-কৰ্ম্মচারিগণ, নানাবিধ ওজর আপত্তি উত্থাপন করিতে লাগিলেন । পুরাতন কোম্পানীর প্রতিনিধিরাও নরিসের সংকল্প বিফল করিবার জন্ত, উঠিয়া পড়িয়া লাগিলেন। উৎকোচদিতে দিতে নরিসের ভাণ্ডার শূন্য হইয়া আসিল । তিনি ভগ্নহৃদয়ে, সুরাটে ফিরিলেন । মোগলের প্রধান উজীর, দিনকয়েকের জন্য র্তাহাকে নজরবল করিয়া রাখিল। উজীরের কবল হইতে উৎকোচ দানে উদ্ধার "াই নরিস শূন্তহস্তে, নিরাশচিত্তে, ইংলণ্ডেযাইবার জন্য জাহাজে উঠলেন। সে যাত্র। আর উহাকে দেশে পৌছিতে হয় নাই। আমাশয় রোগে শাক্রান্ত হইয়া, তিনি সেন্ট হেলেনীয় মৃত্যুমুখে পতিত হন।* * নরিসের সঙ্গে সঙ্গে সার এডওয়ার্ড লিটলটন নামক একজন ইংরাজ, নূতন কোম্পানীর বদীয় বাণিজ্যের অধিনায়ক বা বড়কৰ্ত্তারূপে প্রেরিত হন ।

    • ruce's Annals 111. (4th) Wilson 154 Hedge's Diary 11. 205.