পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ অধ্যায় । " را ني )t বেয়ার্ড, কলিকাতা ফ্যাক্টরির চিফ বা প্রধানপদে নিযুক্ত হইলেন বটে, কিন্তু ক্রমশঃ বুঝিতে পারিলেন, এ উচ্চপদ মুখের নহে। প্রথমতঃ—লিটলটনের সহিত র্তাহার একটা সংঘর্ষ উপস্থিত হইল। দৃঢ়তার সহিত কাৰ্য্য করিয়া তিনি—লিটলটনের ব্যাপারটা একরূপ মীমাংসা করিলেন বটে, কিন্তু এই সময়ে আর এক নূতন বিপত্তি উপস্থিত হইল। সম্রাট ঔরঙ্গজেবের সহিত— ইংরাজদের নূতন সংঘর্ষ উপস্থিত হইবার উপক্রম হওয়ায়, বেয়ার্ড বড়ই ভীত হইলেন। এ সংঘর্ষের কারণ এই—সেই সময়ে স্বরাট হইতে মক্কাগামী যাত্রী জাহাজগুলি, প্রায়ই লুষ্ঠিত হইত। ঔরঙ্গজেবের মনে একটা দৃঢ় সন্দেহ, যে ইংরাজ-জাহাজ কর্তৃক এই কাৰ্য্য হইতেছে। নূতন ও পুরাতন উভয় কোম্পানীকেই, ঔরঙ্গজেব এই ব্যাপারের জন্ত দোষী সাব্যস্ত করিলেন। নুতন কোম্পানী, পুরাতনের স্বন্ধে দোষ চাপাইলেন। পুরাতন বলিলেন-—“আমরা জাহাপনার রাজ্যে এতদিন বাস করিতেছি, এ কাজ আমাদের দ্বারা হয় নাই ।” ঔরঙ্গজেব, ইংরাজদের উপর মহা বিরক্ত হইয়া, ১৭৮১ খ্ৰীষ্টাব্দের শেষভাগে, এই হুকুমনামা প্রচার করেন—“ইংরাজ ও অন্তান্ত ইউরোপীয় বণিকগণ আমাদের সহিত অঙ্গীকারে আবদ্ধ আছেন, যে আমার প্রজাগণকে তাহার। সমুদ্র-পথে, জল দসু্যদের হস্ত হইতে উদ্ধার করিবেন। কিন্তু তাহা না করিয়া, তাহারা—মুসলমান জাহাজ সমূহ মুঠ করিতেছেন, সেগুলি আটক করিতেছেন । এইজন্য সৰ্ব্বস্থানের দেওয়ান ও নাজিমগণের উপর এই আদেশ প্রদান করা গেল—এই সকল ইউরোপীয় জাতি অতঃপর আমার রাজ্য মধ্যে কোনরূপ ব্যবসা-বাণিজ্য করিতে পরিবে না । তাহীদের দ্রব্যজগত সমূহ বাজেয়াপ্ত হইবে। এই সমস্ত দ্ৰব্যজাত আটক করিয়া, প্রত্যেক শাসনকৰ্ত্তা, আটকী-দ্রব্যের একটা ফৰ্দ আমার কাছে পাঠাইবেন। এতদ্ব্যতীত আরও হুকুম করা যাইতেছে—ইউরোপীয় বণিক-কৰ্ম্মচারিগণকে দেখিলেই অবরুদ্ধ করিয়া নজরবন্দী করিয়া রাখিবে।”*

  • At the end of the year 1701 a proclamation was issued ordering the arrest of all Europeans in India. “In as much as the English and other Europeans” it ran “hotwithstanding that they have entered into a contract to defend our subjects from piracies, have seized and plundered Mussulman ships, therefore we have witten to all Governors and Dewans that all manner of trade be interdicted with these nations throughout our dominions and that you seize on their effects where-ever they can be