পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ অধ্যায় । , ©&»ፃ বণিকের মৃত্যু হইলে, মহম্মদ হাজী ভারতবর্ষে ফিরিয়া আসেন। বহু চেষ্টার পর, বেরার প্রদেশের তৎকালীন দেওয়ান হাজী আবদুল্লা খোরাসানীর অধীনে, তিনি একটা সামান্ত কার্য্যে নিযুক্ত হন। দেওয়ান তাহার কার্য্য-কুশলতা ও বুদ্ধিমত্ত দেখিয়া, তাহার প্রতি বড়ই প্রসন্ন হইয়া বাদসাহের সহিত র্তাহার পরিচয় করিয়া দেন । ঔরঙ্গজেবও প্তাহার কার্য্য-কুশলতায় প্রত হইয় তাহাকে কুরতলব উপাধি এবং মনসব প্রদান করেন । সেই সময় হইতেই মুরশীদের ভাগ্য সুপ্রসন্ন হইল। সম্রাট ঔরঙ্গজেব । প্তাহার কৃতিত্ব দেখিয়া বড়ই প্রীত হইলেন। এই সময়ে হায়দ্রাবাদের । দেওয়ানী পদ খালি হওয়ায়, সম্রাট করতলৰ খৰ্ণ বা ভবিষ্যৎ মুরশীদকুলীকে t সেই পদে নিযুক্ত করেন । এই কার্য্যেও বিশেষ পারদর্শিত প্রকাশ করায়, ঔরঙ্গজেব তাহাকে বাঙ্গলার দেওয়ান রূপে নিযুক্ত করেন । বঙ্গদেশের দেওয়ানী লাভ করিবার পর, তিনি মুরশীদকুলী খাঁ উপাধিপ্রাপ্ত হন এবং এই নামেই তিনি ইতিহাসে সুপরিচিত । আমরা এইজন্য মুরশীদকুলী নামই ব্যবহার করিব । আকবর বাদসাহের আমলে, মহারাজ টোডরমল্ল, বঙ্গের রাজস্ব সম্বন্ধে একটা শৃঙ্খলা স্থাপন করেন । এই সময় হইতে প্রত্যেক মুবায় বা শাসন-বিভাগে, একজন মুবাদার বা নাজিম এবং একজন দেওয়ান নিযুক্ত হইতেন। নাজিমের হস্তে সেনাবিভাগ ও দেশের শাসনভার অর্পিত ছিল আর দেওয়ান রাজস্ব-বিভাগে কর্তৃত্ব করিতেন কুটবুদ্ধি ঔরঙ্গজেব, বাঙ্গলার রাজস্ব হ্রাস হইতেছে দেখিয়া ও বঙ্গের বাজস্ব-বিভাগকে, সম্পূর্ণরূপে মুবাদারের কর্তৃত্ব বিমুক্ত করিবার জন্ত স্বতন্ত্রভাবে নাজিম ও দেওয়ানের কৰ্ত্তব্য নির্দিষ্ট করিয়া দেন। সৈন্ত-পরিচালনা, বহিঃশত্রুর আক্রমণ হইতে দেশরক্ষণ ও বিচার-বিভাগ, নাজিমের হাতেই রছিল। দেওয়ান স্বতন্ত্রভাবে রাজস্ব-মাদায়, রাজস্ব-বন্দোবস্ত, সরকারের আয় ব্যয় পরিদর্শন প্রভৃতি কার্য্যের ভার পাইলেন । বঙ্গের দেওয়ানী,পদ লাভ করিয়া, নবাব মুরশীদকুলী খাঁ দাক্ষিণাত্য হইতে ঢাকায় উপস্থিত হন। তখন মুলতান আজিমওশ্বান বঙ্গের মুবাদার । মুরশীদকুলি থ* অবশ্য বঙ্গের সুবাদারের অধীনস্থ কৰ্ম্মচারী। কিন্তু মুবাদার প্রত্যক্ষভাবে দেওয়ানের উপর কোনরূপ আদেশ চালাইতে