পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ অধ্যায়। రిచి; বর্গ ও অৰ্দ্ধেক সৈন্যসহ মুঙ্গের অভিমুখে যাত্রা করিলেন। সাহমুজার মৰ্ম্মর নিৰ্ম্মিত প্রাসাদ তখন ভগ্নপ্রায় দেখিয়া, রাজকুমার আজিমওখান—পরিশেষে পাটনা নগরীতেই দুর্গ-নিৰ্ম্মাণ করিয়া বসবাস করিতে লাগিলেন। তাহার নামানুসারে পাটন-সেই সময়ে আজিমাবাদ বহিস্থা কথিত হইত। মুরশীদাবাদে রাজধানী স্থাপনের এক বৎসর পরে, রাজস্ব-বিভাগের নমস্ত কাৰ্য্য সুশৃঙ্খলার মধ্যে আগমন করিয়া—নিকাশী কাগজপত্র সমেত নবাব মুরশীদকুলী খা, দক্ষিণাত্যে সম্রাট ঔরঙ্গজেবের সহিত সাক্ষাৎ করিতে নন। বাঙ্গলার রাজস্ব নানা উপায়ে প্রচুররূপে বৰ্দ্ধিত হইয়াছিল। মুরশীদকুলী নদসাহকে রাজস্বের সমস্ত টাকা বুঝাইয়া দিলে, তিনি তাহার কার্য্যদক্ষতায় বড়ই সন্তুষ্ট হইলেন। এক বঙ্গদেশ হইতে যে এ পরিমাণে রাজস্ব সংগ্ৰহ হইতে পারে, তাহা তাহার ধারণায় আসিল না। দক্ষিণাত্যের দীর্ঘকালবাপী যুদ্ধে, তখন রাজকোষে বড়ই অর্থাভাব—কাজেই তিনি দেওয়ানের উপর অতীব সন্তুষ্ট হইয়া তাহাকে “মুর্শদকুলী_থা” উপাধি, উৎকৃষ্ট খেলাত, বাদসাই_ঝাণ্ডানকুড়া ও মনুসৰী (সেনানায়কত্ব) প্রদান-কুব্রিয়া, সন্মানিত করেন ।* गोल्ने निो देि-मिनड रुम्झैँ-ििद्ध खनिद्रा, भूबगेन्द्भुजी ধী, মুখমুদাবাদকে_“মুরশীদাবাদ" নাম দিলেন। মুরশীদাবাদে একটা সরকার টাকশাল স্থাপিত হইল। ভূপতি রায় ও কিশোর রায় নামক দুইজন হিন্দুকে তিনি এলাহাবাদ হইতে সঙ্গে লইয়া' আসেন। ভূপতি, রায়কে নিজের সহকারী ও কিশোরকে তিনি মুন্সীর পদে নিযুক্ত করেন + বহু পরিমাণে বিশ্বাসী হিন্দু আমিলগণ, তাহার আমলে রাজকৰ্ম্মচারীরূপে নিযুক্ত হইলেন। দেওয়ান কল খাও, নিজে হাতেকলমে সকল বিষয় দেখিয়া শুনিয়া বেড়াইতে লাগিলেন। মুলতান আজিমওখান ও ফরক্শের, কুলী খণর প্রতাপ ও আধিপত্যে আচ্ছন্ন হইয়া, অতিশয় হীনশক্তি হইয়া পড়িলেন। ১৭-৪ হইতে ১৭০৭ খৃঃ মধ্যে—অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর সময় পৰ্য্যন্ত ইংরাজ বাণিজ্য বহুবিধ অসুবিধা ও বাধাবিদ্রের মধ্যে পড়িয়া, বড়ই সঙ্কটাপন্ন অবস্থায় উপনীত হইয়ুছিল। কোম্পানী কি করিরা এ সমস্ত বাধা বিদ উত্তীর্ণ হইয়াছিলেন, পরবর্তী ঘটনাগুলি পাঠে পাঠক তাহা জানিতে পারবেন l ●

  • কালীপ্রসন্ন বাবুর বাঙ্গলার ইতিহাস (৩৮)।