পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ অধ্যায় । ৩৭৩ নবাব মুরশীদকুলী খণ, ইংরাজ-বণিকদের নিকট হইতে র্ত্যঙ্গদের পুরাতন সনন্দগুলি তলব করেন। কিন্তু ইংরাজের সাহস্থজীর প্রদত্ত কারমান খানি হারাইয়া ফেলিয়াছিলেন, এজন্য র্তাহারা একটু ব্যতিব্যস্ত ইয়া পড়িলেন। দেওয়ানের কৰ্ম্মচারিবর্গকে উৎকোচ দানে বশীভূত করা ভিন্ন, তাহাদের আর কোন উপায়ই রছিল না। ১৭০৪ খৃঃ অকে, এই যুক্ত ইংরেজ কোম্পানী ( United company) নবাব মুরশীদকুলী খণর নিকট প্রার্থনা করিলেন—“যাহাতে আমাদের পূৰ্ব্বকার সননা ও তদন্তভুক্ত বাণিজ্য স্বত্বাদি বলবৎ থাকে, তাহার আদেশ প্রদান করুন " কিন্তু মুরশীদকুলী খণ যখন দেখিলেন—দুইটা বিভিন্ন কোম্পানী একযোগে এই দরখাস্ত করিতেছে, তখন তিনি ইহাদের পৃথক কোম্পানী বলিয়াই ধরিয়া লইলেন। তিনি কোন মতেই বিশ্বাস করিতে চাহিলেন না, যে—এই দুইটী কোম্পানী একই। কাজেই পূৰ্ব্ব বন্দোবস্ত অনুসারে, প্রত্যেক কোম্পানীকেই স্বতন্ত্ৰভাবে তিন সহস্র মুদ্র দিতে হইল। - কোম্পানীরা—নবাবের বুঝিবার দোষে তিন সহস্ৰ মুদ্রা বেশী দিতে বাধ্য হইলেন। কিন্তু ১৭০৪ খৃঃ অব্দের ১৩ই মার্চ তারিখে * এই যুক্ত-কোম্পানী প্রকাষ্ঠভাবে কাৰ্য্য চালাইবার জন্ত এক মোহরে দস্তক-জারি আরম্ভ করিলেন । এই সময়ে মোগলের স্থানীয় কৰ্ম্মচারীদের উৎপাত আরও বৃদ্ধি হইল। তাহার। যখন দেখিল—দেওয়ান স্বয়ং যুক্ত ইংরেজ কোম্পানীকে একই কোম্পানী বলিয়া স্বীকার করিতে অনিচ্ছ ক—তখন তাহারা নানা উপারে ইংরাজদের উৎপীড়ন করিতে লাগিল। হুগলীর ফৌজদার, এতক্ষণ চুপ করিয়াছিলেন, এইবার তিনিও অত্যাচারের সূচনা করিলেন । ইংরাজগণ নিরুপায় হইয়া ২৭এ মার্চ তারিখে র্তাহীদের মোক্তার, রাম চন্দ্রকে হুগলীর ফৌজদারের নিকট পাঠান। ১৪ই জুন তারিখে, রাজারাম নামক একজন প্রবীণ ও অবস্থাভিজ্ঞ উকীলকে দেওয়ানের নিকট পাঠান হয়। এই সময়ে নবাব মুরশীদকুলী খণ উড়িষ্যা পরিদর্শনে গিয়াছিলেন। রাজারামকে কোম্পানীর-কৰ্ত্তারা বিশেষ করিয়া বলিয়া দেন—“দেওয়ানকে বলিও-দুইটা বিভিন্ন ইংরেজ কোম্পানী এখন মিলিত হইয়া, এক কোম্পা__ন খ. অব্দের জানুয়ারী মাসে, এই দুইটা ইংরাজ কোম্পানী এক হইয়াকার। সূতন কোম্পানীর কৰ্ত্ত, স্যার চালর্স লিটলটন হুগলী হুইতে সমস্ত মালপত্র লইয়া কলিকাতার SBBBS BBBB S B BBSBBBBB BBBB BB BB BB BBBS BDD DDDSDDD গঠিত হইল । ইহাঙ্গের also Rotation Government *f*if*it&—Summaries o Consultations 48. 57.