পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ অধ্যায়। లat কলিকাতা কৌন্সিল, অংখ্য এ অনুরোধ রক্ষা করিলেন। হুগলীর শাসনকর্তা আবার বেশী মুদ্রার দাবী করিলেন। এই সময় হুগলীর ফৌজদার, নবাব মুরশীদ কুলী খণর সাক্ষাৎ করিতে যাইতেছিলেন। মুরশীদকুলী খাঁ। সেই সময়ে উড়িষ্যা পরিদর্শন করিয়া রাজধানীতে প্রত্যাগমন করিতেছিলেন। ইংরাজপক্ষ হুগলীর ফৌজদারকে অনুরোধ করিয়া পাঠাইলেন, “আপনি আমাদের জন্য দেওয়ান মুরশীদকুলী খণকে বিশেষ ভাবে অমুরোধ করিবেন। নিম্নশ্রেণীর মোগল-কৰ্ম্মচারীরা আমাদের বড়ই উত্যক্ত করিতেছে।” - মুরশীদকুলী খণ, ইতিপূৰ্ব্বে ডচ-বণিকদের নিকট ৩০ হাজার টীকা আদায় করিয়াছিলেন। ইংরাজেরা তাহীদের উকীল রাজারামকে বিশেষভাবে উপদেশ দিলেন দেওয়ানকে স্পষ্ট করিয়া বুঝাইয়া দিও—“যে দুইটা কোম্পানী এখন এক হইয়া গিয়াছে। শীঘ্রই একজন, এই দুই কোম্পানীর কৰ্ত্তারূপে প্রতিষ্ঠিত হইবেন। যদিও ইতিপূৰ্ব্বে এই দুই কোম্পানী পুথকভাবে সরকারে ছয় হাজার টাকা দিয়াছে, কিন্তু তাহাদের একীকরণের সহিত ছয় হাজার টাকা দিতে তাহারা বাধ্য নহে। সাবেক দস্তুর মত, তিন হাজার টাকাই দিবে। ইংরাজের অবাধ-বাণিজ্য সম্বন্ধে, নবাব যে আরও ১৫••• টাকা চাহিয়াছেন, তাহা দিতেও তাহারা বাধা নহেন । কারণ পূর্বের সনদ অনুসারে, ইংরাজের বাণিজ্য কখনই বন্ধ হইতে পারে না। তবে যে কিছু উৎপাত ঘটিতেছে, তাহ নিম্নপদস্থ কৰ্ম্মচারীদের দোষে। এই saাই ইংরাজের বাণিজ্যের আয় কমিয়া আসিয়াছে এবং উহাদের আয়ের ৰংমন অবনতির অবস্থায়, তাহারা বেশী দিতে-সক্ষম নহেন।" রাজারাম চারি শত টাকা পাথেয় ও দেওয়ানের খাস কৰ্ম্মচারীদের জন্য কতকগুলি উপটৌকন সমেত যথাস্থানে উপস্থিত হইলেন।* , এই উপঢৌকনগুলি কি তাহাও পাঠকের জানিয়া রাখা উচিত । (১) বনfত—১• গজ ( উৎকৃষ্ট শ্রেণীর ) । (২) অরোরা—১০ গজ (অন্য শ্রেণীর বনাত ) ৷ (৩) সাধারণ বনাত—১• গজ । ( 8 ) একজোড়া পিস্তল । , ( ) একটা জাপানদেশ নিৰ্ম্মিত ঢাল । (৬) আয়না ( চারি প্রকারের ) । ( ) ছুরী ও কাচি । Vide-Summary ef Consultations. (Fort William July 17o4.)

  • *