পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ অধ্যায়। ৩৭৯ কি এমন করিবেন না—যে শুক্রবারে আমার মৃত্যু ঘটে?” তাহার সে প্রার্থনা পূর্ণ হইল * যাহাতে বিনা জাকজমকে, তাহার অন্ত্যেষ্টিক্রিয় ও সমাধি ব্যাপার সম্পন্ন হয়, এ আদেশ তিনি মৃত্যুর পূর্বেই দিয়া রাখিয়াছিলেন। জন্ত বড় আলমগীর যাদসা—যাহার নাম শুনিলে লোকে কঁপিয়া উঠিত, এইরূপে পুত্ৰগণ কর্তৃক পরিত্যক্ত অবস্থায় –ৰ্তাহার মৃত্যু ঘটিল। রাজকুমার আজম, এই সময়ে রাজধানী হইতে বিশক্রোশ দূরে অবস্থান করিতেছিলেন । পিতার মৃত্যু সংবাদ পাইয়াই, তিনি অগ্রসর হইতে লাগিলেন । যদি তিনি একটু বুঝিয়া চলিতেন, হয়ত: সিংহাসন তাহারই হইত। কিন্তু তিনি হঠকারিতা ও আত্মম্ভরিতা দোষে, সমস্ত ক্ষমতাপন্ন নামার-ওমরাহগণকে শক্র করিয়া তুলিলেন। বিপৎকালে কেহই তাহার পক্ষাবলম্বন করিল, না । ধীর বুদ্ধি–সাহ-আলম, এই সময়ে অতি ধীরতার সহিত কাজ করিতে আরম্ভ করেন । তাহার প্রধান ভরসা র্তাহার দুই পুত্র—মুইজুদিন ও আজিমওখান। সে সময়ের প্রসিদ্ধ যোদ্ধা মুনাইম খাও তাহার প্রতি অনুরক্ত। পিতার মৃত্যু সংবাদ পাইবার দুইদিন পরে, ১০ই মার্চ তারিখে, তিনি পেশোয়ারে উপস্থিত হন । এপ্রেল মাসে লাহোরে পৌছান। লাহোরে আসিয়া, কয়েকদিন নির্জন অবসরের সুযোগে, সহ-অালম নিজের সেনুলদল ৪ ভবিষ্যৎ কার্য্যপ্রণালী ঠিক করিয়া লইলেন। তৎপরে দিল্লী ও আগরার অভিমুখে যাত্রা করিলেন। আজিমওখানও বিশহাজার অশ্বারোহী লইয়া, পথিমধ্যে পিতার সহিত মিলিত হইলেন । - শেষ সাহ-আলমেরই জয় হইল। জ্ঞানে, দক্ষতায়, মতলবে, তিনি আজমের অপেক্ষ অনেক শ্রেষ্ট । তবুও তিনি আজমকে প্রথমে এক পত্র লিথিয়া পাঠান—“এস ভাই ! হিন্দুস্থানটা আমরা কয়জনে ভাগ করিয়া বই। বৃথা শোণিতপাতে প্রয়োজন কি ?” আজম,—সাদীর কবিতার একট চরণ-উদ্ধার করিয়া জ্যেষ্ঠের এই সঙ্গত প্রস্তাবের উত্তর দিলেন— "একখানি_কত্রে_দশজন ফকির শুইতে পারে, কিন্তু এক রাজ্যে দুইজন রাগ থাকিতে প্রার না “竹 • Iradat Khan in Écott's Deccan. Vol IV, p. 10. Stanley Lane "les Aurangzeb p. 224. 蟾 BBBB BBBBB BBB BBBB DD DDSDDD DDA BB BBB DBBBD "সবাদে আসেন। এই সমুয়ে কামবঙ্গ হায়দরাবাদে ছাউনী করিয়াছিলেন। সাহ-জলক্ষ "রক্ষকে বলিয়া পাঠান—“ভাই । পিতা তোমাকে বিজাপুর রাজ্যের অধিকার দিয়া