পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

මෘ9-8 কলিকাতা সেকালের ও একালের । ভাবিয়া, ইংরাজেরা ইতস্ততঃ করিতে লাগিলেন। অথচ অন্তপক্ষে তাহাদের খাণিজ্যেরও যথেষ্ট ক্ষতি হইতেছে—সোরার নৌকাগুলি পূৰ্ব্ববৎ আটক হুইয়া রহিয়াছে। পাটনার কুঠীর কাৰ্য্যেও বড়ই বিশৃঙ্খলা। এজন্য র্তাহারা পাটনার কুঠ তুলিয়া দিবীর মতলব স্থির করিতেছিলেন। এম সময়ে এক নূতন বিপত্তি উপস্থিত হইল। এই সময়ে অর্থাৎ ১৭৭৮ খ্ৰীষ্টাবে হুগলীতে একজন নবনিযুক্ত ফৌজদার অসিলেন । ইনি প্রথম প্রথম ইংরাজদের সহিত বেশ সদ্ব্যবহারই করিলেন । কিন্তু যখন তিনি বুঝিলেন—ষে কামধেনুরূপ ইংরাজ-বণিকদের পীড়ন করিলেই কিছু দুগ্ধ পাওয়া ষাইবে, তখন তিনি নিজমুৰ্ত্তি ধারণ করিলেন। তিনি সমস্ত প্রধান প্রধান ব্যবসায়ীদের ডাকাইয়। বলিলেন,~ “তোমরা ইংরাজ-বণিকদের সহিত মালপত্রের লেন-দেন করিও না।” ইহার উপর তিনি ইংরাজ-কোম্পানীর স্থানীয় প্রতিনিধিগণের উপর অযথ} পীড়ন আরম্ভ করিলেন । কলিকাতার ইংরাজদের ভয় দেখাইলেন—“আমি শীঘ্রই কলিকাত আক্রমণ করিৰ।”* & ইংরাজগণ ইহাতে ভয় পাইয়া, সেনা সংখ্যা বৃদ্ধি করিলেন। কলিকাতাৰাসী যত খ্ৰীষ্টান ছিল, তাহীদের নবনিৰ্ম্মিত দুর্গমধ্যে আনিয়া, কুচকাওয়াজ শিখাইতে লাগিলেন। পটুগীজগণও এই সময়ে ইংরাজ-কোম্পানীর সেনাদলে গৃহীত হইল। তথম কলিকাতায়, ভাগীরথীবক্ষে দুইখানি মাত্র জাহাজ সঙ্কল্প করিয়াছিল। তাহীদের মাজি মল্লিগিণকেও সাবধান করিয়া দেওয়া হইল । ইংরাজের এরূপভাবে আয়োজন করিতে লাগিলেন, যাহাতে র্তাহারা অনায়াসে ফৌজদারের আক্রমণ ব্যর্থ করিতে পারেন। যাহা হউক এইরূপ ব্যবস্থার দুইদিন পরেই, কলিকাতায় ইংরাজ কর্তৃপক্ষগণ, যুবরাজ ফরক্শিয়ারের কোয়াসিন্দার, মীর মহম্মদের নিকট হইভে এক অমুকুল পত্র পাইলেন। সে পত্রে লেখা ছিল—“আমি আপনাদের জন্য হুগলীর ফৌজদারের নিকট অনেক অসুযোগ করিয়াছি। র্তাহীকে

  • In July the “hot-headed phousder” began to resort to violence. He prohibited the local merchants from dealing with the English, abused the English representatives, imprisioned the English servants. An attack on Fort Willam seemed iminent. * * * 'on the Ioth July “we summoned all the Europeans and Christian inhabitants and the Master of ships acquainting them that we expect some trouble from Hugly.” Prof. Wilson, p. 129. Vol. 1. -