পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । مواضواري ধার নিকট প্রেরণ করেন। শেরবলন্দ খাও প্রথম প্রথম ইংরাজদের উপর সদয় ভাবই প্রকাশ করিলেন। তিনি আদেশ করিয়া পঠাইলেন—“আপনাদের বাণিজ্য যেমন চলিতেছে তেমনিই চলুক, পরে সনন্দ আনাইলেই চলিবে ।” কিন্তু সেকালের মোগল-কৰ্ম্মচারীদের মতিগতি বোঝা ভার। ভবিষ্যতে এই শেরবলন্দ খাই আবার খেয়ালের বশে ইংরাজদের মালের নৌকা আটক করেন। কোম্পানী আবার ষোড়শোপচারে পূজার আয়োজন করিলেন। এই পূজার প্রথম অংশ অর্থাৎ দুইটা হাজার টাকা তখনই তাহার মনস্তুষ্টির জন্য পাঠান হইল। কিন্তু শেরবলন্দ খীণ ৪৫ হাজার টাকা দাবী করিয়া বসিলেন । তিনি ইংরাজপক্ষকে বলিয়া পাঠাইলেম-“এই টাকাটা আমায় দিলে আমি আপনাদের সনন্দ আনাইবার সম্বন্ধে বিশেষ চেষ্টা করিব । আমি বঙ্গের দেওয়ানীপদে পাক হষ্টয়া যাই ত কথাই নাই । • অন্যথায় আমার পর যিনি আসিবেন–র্তাহাকেও এরূপভাবে অন্তরোধ করিয়া যাইব, যাঙ্গতে আপনাদের সনন্দ প্রাপ্তি সম্বন্ধে কোনরূপ বাধা না ঘটে । কিন্তু এই টাকা পাঠাইতে বিলম্ব করিলে, আপনাদের বাঙ্গলার বাণিজ্য আমি একেবারে বন্ধ করিয়া দিব ।” 羲 মোগলরাজ্যের নিয়মানুসারে, প্রত্যেক নুতন সম্রাটের সময়েই নূতনভালে সনন্দ আনাইতে হয় । ঔরঙ্গজেবের মৃত্যুর সহিত, পুরাতন সননের স্বত্ব লোপ পাইয়াছিল । সাত-আলম তপন দিল্লীর তত্তে বসিয়াছেন, কাজেই তাহার নিকট হইতে নুতন সনন্দ না আসা পর্যান্ত, ইংরাজের নিরাপদ নহেন। অগত্যা তাঙ্গর ভবিষ্যৎ তবিয়া, তাহদের এজেন্ট প্যাটেল সাহেবকে বলিয়া পাঠাইলেন,—“উপস্থিত ক্ষেত্রে আপনি যাঙ্গ ভাল বুঝিবেন, তাহাই করিবেন।”* প্যাটেল সাহেব দেখিলেন—পাটনায় কোম্পানীর মালের নৌকা এই ভাবে আবদ্ধ থাকিলে, মালামাল নষ্ট হইয়া যাইবে ও সেই সঙ্গে ব্যবসায়েরও সম্পূর্ণ ক্ষতি হইবে। ইহার উপর মুর্শদাবাদের-মাগুলের জন্যও অনেক টাকা দাবি হইতেছে। প্যাটেল সাহেব, অগতা শেরবলন্দ খাঁর হস্তে ৪৫ হাজার টাক তুলিয়া দিলেন। এই ব্যাপারে সরকারী খাজন-খানার অধ্যক্ষ ওয়ালীবেগ, প্যাটেল সাহেবকে বিশেষরূপে রাষ্ট্র্য করেন। ইংরাজের শেরবলন্দ থার নিকট হইতে বঙ্গ-বিহার ও উড়িষ্যার অবাধ বাণিজ্যের

  • Summaries of Consulations. No. 325.