পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 о о কলিকাতা সেকালের ও একালের । ছিল, সবিস্তারে তাত লিপিবদ্ধ করিয়া ডেসপ্যাচের মত কলিকাতায় अग्लिान হইত। আমরা সেই প্রাচীন ইতিবৃত্ত হইতে, পাঠকবর্গের অবগতির জন্ম তাহার প্রয়োজনীয় অংশগুলি উদ্ধত করিতেছি । “আমরা প্রথমবারে প্রয়োজনীয় উপহারগুলি লইয়া, সম্রাট সাক্ষাতে গেলাম। এই উপহারের মধ্যে ১০০১ মোহর, টেবিলে রাখিবার উপযুক্ত মণিমুক্ত খচিত একটা বহুমূল্য ঘড়ী, সমগ্ৰ ভূখণ্ডের একখানি মানচিত্র ও আরও অনেক বহুমূল্য দ্রব্যাদি ছিল । এরূপ ধরণের জিনিসপত্র আমরা লইলাম, যাহা দেখিলেই বাদসহ আমাদের উপর সন্তুষ্ট হইবেন । আমরা এই সমস্ত নির্বাচিত উপহার দ্রব্যের এক একটা হাতে করিয়া, সম্রাট দরবারে উপস্থিত হইলাম। উপহারদ্রব্য দুষ্টে মহা সন্তুষ্ট হইয়া সম্রাট সৰ্ম্মান সাহেবকে “একপ্রস্থ বহুমূল্য পরিচ্ছদ ও মণি-খচিত একটা কলগ উপহার দিলেন।” খোজা সরহণদের অদৃষ্টেও এইরূপ উপহার লাভ ঘটিল । সম্রাট আমাদের যথেষ্ট সমাদর করিলেন। দরবারাস্তে আমরা ডেরায় ফিরিয়া আসিলাম। সে দিন উজীর সলাবৎ খণর বাটতেই—আমাদের সকলের* ভোজের নিমন্ত্রণ হইল।” সম্রাট—ইংরাজ অভিযানভূক্ত প্রতিনিধিগণকে সমাদরে গ্রহণ করিলেও, কাজের কথা কিছুই হইল না । এই সময়ে যোধপুরের রাজা অজিতসিংহের রূপসী কম্বার সহিত, বাদসাহের বিবাহের আয়োজন হইতেছিল। বিবাহের অছিলায়, বাদসহ ক্রমাগত কালক্ষয় করিতে লাগিলেন। ইংরাজপক্ষও নিত্য নৃতন উপহারদানে বাদসঙ্গের চিত্তরঞ্জন করিতেন। ইংরাজদের স্বপক্ষে ও বিপক্ষে দুইদল আমীর ওমরাহ দাড়াইলেন । বিপক্ষদের মুখবন্ধ করিবার জন্য ও স্বপক্ষদের বশে আনিবার জন্য, ইংরাজদলকে প্রচুর অর্থব্যয় করিতে হইল। ইংরাজের পরিশেষে আশা সিদ্ধির উপায় সুদূরপরাহত দেখিয়া, নিরাশাপূর্ণচিত্তে কলিকাতায় ফিরিবার সঙ্কল্প করিতেছেন, এমন সময়ে বাদাহ পীড়িত হইলেন। এই পীড়াই ইংরাজদের আশা চরিতার্থের প্রধান উপলক্ষ্য হইয়া দাড়াইল । সার্জন হামিলটনের নিকট ইংরাজগণ আজীবন ঋণী। জব চাৰ্ণক যদি 'কলিকাতার প্রাণ-প্রতিষ্ঠাকার বলিরা গৌরবলাভের যোগ্য হন,তাহLহই এই মহাপ্রাণ ডাক্তার হামিলটনও, তাহার_পুৰ্ব্ববৰ্ত্তী-ডাক্তার বেটসের স্থায়, আত্মস্থার্থ ত্যাগী স্বদেশভক্ত-মহাপ্রাণ ব্যক্তি বলিয়া, ইংরাঙ্গ-জাতির তা লাভের দাবী করিতে পারেন। بسسه..اس.سی.، .. سس مسمسعه . ...